কোথাও পুজোপাঠ, কোথাও নমাজ, টিম ইন্ডিয়ার কাপ জয়ের প্রার্থনা করছে গোটা দেশ। রবিবার ক্রিকেট মহারণ। দেশ জুড়ে চড়ছে উত্তেজনার পারদ। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে, সারা দেশ মেতে উঠেছে টিম ইন্ডিয়ার জয়ের প্রার্থনায়। কোথাও নামাজ আবার কোথাও চলছে বিশেষ পুজাপাঠ। প্রার্থনা একটাই, টিম ইন্ডিয়ার মুখে চওড়া হাসি।
ক্রিকেটের প্রতি সাধারণ মানুষের আবেগ সকলেরই জানান। পাঁচবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা লড়াইয়ের আগে ভারতের কাপ জয়ের জন্য প্রার্থনা, শুভেচ্ছার পর্ব শুরু হয়েছে। এই সংক্রান্ত ভিডিও ও ছবিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পুরো বিশ্বকাপ জুড়ে রোহিত ব্রিগেডের দুর্দান্ত পারফরম্যান্স দেখে ক্রিকেটপ্রেমীরা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তবুও কাপ জয়ের প্রার্থনা চলেছে রাজ্যে রাজ্যে।রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে মথুরার বৃন্দাবনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এই সময় ক্রিকেটপ্রেমীরা অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির ছবি নিয়ে চলে বিশেষ যজ্ঞ।
এমনকি উত্তর প্রদেশের বারাণসীতেও ভারতের কাপ জয়ের প্রার্থনা করেছেন মুসলিম মহিলারা। মহিলা ভারতীয় ক্রিকেট দল নিয়ে গর্ব প্রকাশ করে তারা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘যেভাবে দল এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে ফাইনাল ম্যাচে পৌঁছেছে, ঠিক একইভাবে ফাইনাল ম্যাচ জিতে দল তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে। এই উপলক্ষ্যে আমাদের শুভেচ্ছা ও প্রার্থনা টিম ইন্ডিয়াকে’।কলকাতাও পিছিয়ে নেই। পাটুলীতে পূর্ণ আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশেষ যজ্ঞের। ঘটনাস্থলে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা তেরঙ্গা হাতে ভারত মাতা কি জয়, টিম ইন্ডিয়া কি জয় স্লোগান দিতে থাকেন।রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মুথু মারিয়াম্মান মন্দিরে ক্রিকেট ভক্তরা আয়োজন করেন বিশেষ পূজাপাঠের।
পাঞ্জাবের অমৃতসরেও শিখ সম্প্রদায়ের লোকেরা টিম ইন্ডিয়ার কাপ জয়ের প্রার্থনা করেছেন। ভারতীয় ক্রিকেট দলের কাপ জয় এবং টিম ইণ্ডিয়ার ভালো পারফরম্যান্সের জন্য ক্রিকেটপ্রেমীরা পূর্ণ আচার মেনে আয়োজন করেন বিশেষ এক যজ্ঞের। পূজার সময় শুভমান গিল, অধিনায়ক রোহিত শর্মা এবং পুরো দলের ছবি এবং একটি বিশেষ ক্রিকেট ব্যাট নিবেদন করা হয়।
উত্তরপ্রদেশের রাজধানী লখনউতেও ভারতীয় দলের জয়ের জন্য বিশেষ পূজাপাঠের আয়োজন করা হয়। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের আগে তামিলনাড়ুর সালেমের পেরুমাল মন্দিরে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে। ভারতীয় দলের তৃতীয় বিশ্বকাপ জয়ের জন্য বিশেষ মন্ত্র উচ্চারণ করা হয়।
রবিবার (১৯ নভেম্বর) বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। গোটা দেশের নজর এই ম্যাচের দিকে। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ বছরের পুরনো হারের প্রতিশোধ নিয়ে ভারত তাদের তৃতীয় বিশ্বকাপ জয়ের শিরোপা জিতবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন স্টেডিয়ামে হাজির থেকে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাবেন খোদ মোদী।