Advertisment

লকডাউন চলে গেলেও, ভাইরাস যায়নি: মোদী

মোদী বললেন, ‘‘যতদিন না ভ্য়াকসিন হাতে আসছে, ততক্ষণ আমাদের করোনাকে হাল্কাভাবে নিলে চলবে না’’।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা-বিধি শিকেয় তুলে কিছু কিছু দেশবাসীর গা-ছাড়া মনোভাব রোজই প্রায় সামনে আসছে। দেশে সংক্রমণের বাড়বাড়ন্তে এবার সাধারণ মানুষের একাংশের ঢিলেমিভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীকে স্মরণ করিয়ে মোদী বললেন, ‘‘লকডাউন চলে গেলেও, ভাইরাস কিন্তু যায়নি। যতক্ষণ না ভ্য়াকসিন হাতে মিলছে, ততক্ষণ করোনাকে হাল্কাভাবে নেবেন না’’। উল্লেখ্য়, রোজই দেশে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। সামনেই আবার উৎসবের মরশুম। বিশষেজ্ঞদের আশঙ্কা, উৎসবের মরশুমে সাধারণ মানুষের গা-ছাড়া মনোভাবে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে। এমন প্রেক্ষাপটে দেশবাসীর উদ্দেশে মোদীর এহেন আর্জি উল্লেখযোগ্য় বলে মনে করা হচ্ছে।

Advertisment

একনজরে মোদীর ভাষণ...

*লকডাউন চলে গেলেও ভাইরাস এখনও যায়নি। পরিস্থিতি হাতের বাইরে যেতে দেব না আমরা। দেশে সুস্থতার হার ভাল। মৃতের হার কম।

*ভারতে প্রতি ১০ লক্ষের মধ্য়ে ৮৩ জনের মৃত্য়ু।

*কিছু ভিডিও দেখেছি। কয়েকজন সাবধানতা মানছেন না ঠিক করে। এটা ঠিক নয়। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন অনেকে, এতে নিজেরা নিজেদের পরিবারকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। সাবধানে থাকুন।
src="https://www.youtube.com/embed/-6N5KPdK2QU" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

*যতদিন না ভ্য়াকসিন হাতে আসছে, ততক্ষণ আমাদের করোনাকে হাল্কাভাবে নিলে চলবে না।

* এটা উৎসবের মরশুম, আনন্দের সময়। ছোটো ভুলে অনেক বড় দুঃখ দিতে পারে

*আমাদের দেশের বিজ্ঞানীরা ভ্য়াকসিনের জন্য় ঝাঁপিয়ে পড়ে কাজ করছেন। যখনই ভ্য়াকসিন আসবে, সকল ভারতীয় যাতে দ্রুত ভ্য়াকসিন পান, সে ব্য়াপারে জোরকদমে প্রস্তুতির কাজ চলছে।

*২ গজ দুরত্ব বজায় রেখে চলুন, বারবার হাত ধোবেন সাবান দিয়ে। মাস্ক পরুন। আমি চাই, আপনাদের পরিবার সুস্থ থাকুক, ভাল থাকুক। তাই বারবার এই আর্জি জানাচ্ছি।

*করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। দোকানপাট খুলছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

modi narendra modi PM Narendra Modi
Advertisment