Advertisment

করোনা রুখতে ভারতের জনতা কার্ফু বিশ্বে নজির করেছে, 'মন কি বাত'-এ জানালেন মোদী

আজ ৭৫ তম পর্বে 'মন কি বাত' অনুষ্ঠান থেকে নরেন্দ্র মোদী একাধিক বড় বার্তা দিয়েছেন টিকাকরণ ও জনতা কার্ফু নিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রোনা নিয়ে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে দেশের মধ্যে। এদিকে এমন এক পরিস্থিতিতে আজ ৭৫ তম পর্বে 'মন কি বাত' অনুষ্ঠান থেকে নরেন্দ্র মোদী একাধিক বড় বার্তা দিয়েছেন টিকাকরণ ও জনতা কার্ফু নিয়ে।

Advertisment

ঠিক কী কী বলেছেন মোদী এদিনের অনুষ্ঠানে?

  • মোদী বলেন, দেশের মানুষ যেখানেই যান সেখানেই ভারত নিয়ে গর্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের বাসিন্দাদের উচিত নিজের আশপাশের বিভিন্ন নতুনকে সঙ্গে নিয়ে পুরনো সংস্কৃতিকেও নিয়ে এগিয়ে চলা।
  • বিশ্বের বৃহত্তম ভ্যাকসিনেশন নিয়ে এদিন বক্তব্য রাখেন মোদী। প্রশংসা করেন ভারতে যেভাবে মানুষ ভ্যাকসিন নিয়ে উৎসাহিত , তা নিয়ে। দেশের বিভিন্ন প্রান্তের শতোর্ধ্ব বয়সী মানুষ যেভাবে এই ভ্যাকসিন নিয়ে উৎসাহিত তা প্রধানমন্ত্রীর মন ছুঁয়ে গিয়েছে বলে জানান তিনি।
  • 'গত বছর মার্চে দেশবাসী প্রথম জনতা কার্ফুর বিষয়ে জানতে পারেন। সেই সময় থেকেই দেশবাসী বীরত্বের সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন,' বলেন প্রধানমন্ত্রী।
  • চিকিত্সক-স্বাস্থ্যকর্মীদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধার কথাও উল্লেখ করেন তিনি। জনতা কার্ফুর দিনটি মনে করে মোদী বলেন, 'হাততালি দিয়ে প্রথম সারির করোনা যোদ্ধাদের উত্সাহ জুগিয়েছে গোটা দেশ।'
  • প্রসঙ্গত, গত বছর ২২ মার্চ জনতা কার্ফুর ডাক দেন প্রধানমন্ত্রী। সম্প্রতি তার এক বছর পূর্ণ হয়েছে। করোনার সঙ্গে লড়াইয়ে অনেকটাই এগিয়েছে ভারত। তবে, আবারও লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
PM Narendra Modi
Advertisment