রোনা নিয়ে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে দেশের মধ্যে। এদিকে এমন এক পরিস্থিতিতে আজ ৭৫ তম পর্বে 'মন কি বাত' অনুষ্ঠান থেকে নরেন্দ্র মোদী একাধিক বড় বার্তা দিয়েছেন টিকাকরণ ও জনতা কার্ফু নিয়ে।
ঠিক কী কী বলেছেন মোদী এদিনের অনুষ্ঠানে?
- মোদী বলেন, দেশের মানুষ যেখানেই যান সেখানেই ভারত নিয়ে গর্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের বাসিন্দাদের উচিত নিজের আশপাশের বিভিন্ন নতুনকে সঙ্গে নিয়ে পুরনো সংস্কৃতিকেও নিয়ে এগিয়ে চলা।
- বিশ্বের বৃহত্তম ভ্যাকসিনেশন নিয়ে এদিন বক্তব্য রাখেন মোদী। প্রশংসা করেন ভারতে যেভাবে মানুষ ভ্যাকসিন নিয়ে উৎসাহিত , তা নিয়ে। দেশের বিভিন্ন প্রান্তের শতোর্ধ্ব বয়সী মানুষ যেভাবে এই ভ্যাকসিন নিয়ে উৎসাহিত তা প্রধানমন্ত্রীর মন ছুঁয়ে গিয়েছে বলে জানান তিনি।
- 'গত বছর মার্চে দেশবাসী প্রথম জনতা কার্ফুর বিষয়ে জানতে পারেন। সেই সময় থেকেই দেশবাসী বীরত্বের সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন,' বলেন প্রধানমন্ত্রী।
- চিকিত্সক-স্বাস্থ্যকর্মীদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধার কথাও উল্লেখ করেন তিনি। জনতা কার্ফুর দিনটি মনে করে মোদী বলেন, 'হাততালি দিয়ে প্রথম সারির করোনা যোদ্ধাদের উত্সাহ জুগিয়েছে গোটা দেশ।'
- প্রসঙ্গত, গত বছর ২২ মার্চ জনতা কার্ফুর ডাক দেন প্রধানমন্ত্রী। সম্প্রতি তার এক বছর পূর্ণ হয়েছে। করোনার সঙ্গে লড়াইয়ে অনেকটাই এগিয়েছে ভারত। তবে, আবারও লাফিয়ে বাড়ছে সংক্রমণ।