লোকসভা নির্বাচনের মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে জুড়তে চলেছে আরও একটি পালক। ফের একবার বিদেশি সম্মানে ভূষিত হবেন মোদী। রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হবে তাঁকে। আন্তর্জাতিক স্তরে ভারত-রাশিয়া সম্পর্কে "অনবদ্য অবদান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক" নিশ্চিত করার জন্য রাশিয়া সরকারের পক্ষ থেকে মোদীকে আজ রাশিয়ার অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপস্টল সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সিওল শান্তি পুরষ্কারের সপ্তাহখানেক পর আরও একটি বিদেশি সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী। এই নিয়ে প্রধানমন্ত্রী থাকাকালীন মোট আটটি আন্তর্জাতিক সম্মান পেলেন তিনি।
অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপস্টল রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান। সপ্তদশ শতাব্দীর শেষ দিকে রাশিয়ার জার প্রথম পিটার এই সম্মান প্রতিষ্ঠা করেন যিশু খ্রিষ্টের শিষ্য অ্যান্ড্রুর স্মৃতির উদ্দেশ্যে। বিদেশী রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে যাঁরা এই পুরস্কার পেয়েছেন, তাঁরা হলেন আজারবাইজানের রাষ্ট্রপতি হায়দার আলিয়েভ, কাজাখস্তানের রাষ্ট্রপতি নুরসুলতান নাজারবায়েভ এবং চীনের চেয়ারম্যান শি জিনপিং।
উল্লেখ্য, এই সম্মান ঘোষণার সপ্তাহ খানেক আগেই সংযুক্ত আরব আমিরশাহির তরফে প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান, অর্ডার অফ জায়েদ, প্রদানের কথা বলা হয়।
Read the full story in English