ব্রিটেনের রাজপরিবারে এবার থাবা বসাল করোনা। মারণ ভাইরাসে আক্রান্ত প্রিন্স চার্লস। দ্য় গার্ডিয়ান সূত্রে খবর, প্রিন্স চার্লসের শরীরে কোভিড ১৯ ভাইরাস মিলেছে। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর শরীরে করোনাভাইরাসের সামান্য় উপসর্গ দেখা গেলেও তিনি সুস্থ ছিলেন বলে খবর।
এদিকে, প্রিন্স চার্লসের স্ত্রী ক্য়ামিলাকেও আইসোলেশনে রাখা হয়েছে। যদিও তাঁর শরীরে মারণ ভাইরাস মেলেনি। স্কটল্য়ান্ডে দু'জনকেই আইসোলেশনে রাখা হয়েছে।
আরও পড়ুন: Coronavirus Situation Live Updates: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬২
বুধবার ক্ল্য়ারেন্স হাউসের এক মুখপাত্রের বক্তব্য় উদ্ধৃতি করে দ্য় গার্ডিয়ান জানিয়েছে, ''দ্য় ডাচেস অফ কর্নওয়ালের স্বাস্থ্য় পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাঁর শরীরে মারণ জীবাণু মেলেনি''।
উল্লেখ্য়, করোনার থাবায় কাঁপছে ব্রিটেনও। প্রাণঘাতী ভাইরাসে সেদেশেও আক্রান্ত অনেকে। ব্রিটেনের রাজপ্রাসাদে যেভাবে করোনা হানা দিল, তা রীতিমতো চাঞ্চল্য়কর।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন