২০২৩ সালের এপ্রিলেই চালু হতে পারে বেসরকারি ট্রেন: রেল

মেক ইন ইন্ডিয়া নীতি মেনেই ট্রেনের সব কোচ তৈরি করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

মেক ইন ইন্ডিয়া নীতি মেনেই ট্রেনের সব কোচ তৈরি করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
প্রণব স্থিতিশীল॥রণক্ষেত্র বেঙ্গালুরু॥ভারত-নেপাল বৈঠক॥ সংজ্ঞায়িত অসমীয়ারা

প্রতীকী ছবি।

২০২৩ সালের এপ্রিলের মধ্য়েই সম্ভবত দেশে বেসরকারি ট্রেন পরিষেবা শুরু হবে, বৃহস্পতিবার একথা জানালেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্য়ান ভি কে যাদব। মেক ইন ইন্ডিয়া নীতি মেনেই ট্রেনের সব কোচ তৈরি করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

Advertisment

উল্লেখ্য়, বেসরকারি সংস্থাকে দিয়ে যাত্রীবাহী ট্রেন চালাতে চায় ভারতীয় রেল। ১০৯টি রুটে ১৫১টি ট্রেন চালানোর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চায় রেল। এজন্য় টেন্ডার ডাকা হয়েছে। এরফলে প্রায় ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, এই পরিষেবায় ট্রেনের রক্ষণাবেক্ষণ করবে বেসরকারি সংস্থাই। যাত্রীবাহী ট্রেন পরিষেবার মান ভাল না হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্য়বস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্য়ান আরও জানিয়েছেন, ট্রেন পরিষেবায় আরও উন্নতমানের প্রযুক্তিকে কাজে লাগাতে ও যাতায়াতের সময় বাঁচাতে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

Advertisment

আরও পড়ুন: ভারতীয় সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করল চিন, কেন্দ্রের সাহায্য চাইল সোসাইটি

এদিকে, রেলের বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। টুইটারে সোনিয়া-পুত্র লিখেছেন, ''গরিব মানুষের একমাত্র লাইফলাইন রেল। আর সরকার তাঁদের থেকে সেটাই কেড়ে নিচ্ছে। আর যা আছে সব কেড়ে নিন। কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের মানুষ উপযুক্ত জবাব দেবে''।

প্রসঙ্গত, যাত্রীবাহী ট্রেন চালাতে বেসরকারি বিনিয়োগের জন্য় এই প্রথমবার উদ্য়োগ নিল ভারতীয় রেল। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনগুলিতে ১৬টি কোচ থাকবে। ট্রেনগুলি চালাবেন ভারতীয় রেলের চালক ও গার্ড।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

indian railway