একটি গানের ভিডিও-তে চোখ টিপতে দেখা গিয়েছিল অভিনেত্রী প্রিয়া ভারিয়রকে। সে ভিডিও দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়। ‘ওরু আদার লাভ’ গানটিকে আসমুদ্রহিমাচল আপামর ভারতবাসী চিনে ফেলতে পারেন। কিন্তু সে নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন মুসলিম সম্প্রদায়ভুক্ত একাংশ। তাঁরা মনে করেছিলেন এর ফলে মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগবে। অভিযোগ তুলে তাঁরা শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছিলেন। শীর্ষ আদালত সে অভিযোগ খারিজ শুধু করেনি, তিরস্কার করে বলেছে, ‘‘কেউ সিনেমায় একটা গান গাইল আর আপনাদের কোনও কাজ নেই কেস ফাইল করে দিলেন।’’
হায়দরাবাদের দুই বাসিন্দা এই গানের বিরুদ্ধে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের দাবি ছিল মালয়ালম ছবি মাণিক্য মালারাইয়া পুভি সিনেমা থেকে গানটি বাদ দিতে হবে, কারণ ইসলামে চোখ টেপা ধর্মদ্রোহিতার শামিল। তাঁদের আবেদনে তাঁরা জানিয়েছিলেন, এ গানটি আসলে লেখা হয়েছিল প্রফেট মহম্মদ এবং তাঁর স্ত্রী খাদিজা বিবিকে নিয়ে। আবেদনকারীদের অভিযোগ, লিরিকের সঙ্গে ‘আপত্তিকর দৃশ্য’ সুপারইম্পোজ করে জোড়া হয়েছে।
আবেদনকারীরা বলেছিলেন, ‘‘৩০ সেকেন্ডের এই ক্লিপে দেখা যাচ্ছে একটি স্কুলের মেয়ে ও একটি স্কুলের ছেলে হাসি বিনিময় করছে, ভুরু তোলাতুলি করছে এবং চোখ টিপছে। চোখ টেপা ইসলামে নিষিদ্ধ এবং এ সবই হচ্ছে একটা পবিত্র গানের মধ্যে, যে গান প্রফেট মহম্মদ ও তাঁ স্ত্রী খাদিজা বিবিকে স্তুতি করে লেখা হয়েছিল, এ ক্ষেত্রে ওই চোখ টেপা ধর্মদ্রোহিতার আওতায় পড়ে।’’
আবেদনে আরও বলা হয়েছিল, ‘‘ওই গানটির চিত্রায়ণ করে হয়েছে জেনে বুঝে ইসলামকে ছোট করে দেখানোর জন্যই। এ গান মুসলিম সম্প্রদায়ের অনুভূতি ও বিশ্বাসকে আহত করার করার জন্যই বানানো হয়েছে।’’
গত ফেব্রুয়ারিতে প্রিয়া ভারিয়রের চোখ টেপার দৃশ্য সম্বলিত গানটি ব্যাপক ভাইরাল হয়েছিল।