/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/priyanka-759.jpg)
নেহেরুর জন্মদিনে স্মৃতিমেদুর প্রিয়াঙ্কা
প্রপিতামহ জওহরলাল নেহরুর ১৩০ তম জন্মদিনে তাঁকে স্মৃতিকে স্মরণ করলেন ইন্দিরা-পৌত্রি প্রিয়াঙ্কা গান্ধী। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কীভাবে তাঁর প্রধানমন্ত্রীসত্ত্বা ত্যাগ করে জনসাধারণের 'চাচা নেহরু' হয়ে উঠেছিলেন, সেই গল্পই টুইটে শেয়ার করলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
My favourite story about my great-grandfather is the one about when as PM, he returned from work at 3 am to find his bodyguard exhausted and asleep on his bed. He covered him with a blanket and slept on an adjacent chair. #JawaharlalNehrupic.twitter.com/HDDiC1hked
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 14, 2019
জওহরলাল নেহরুর একটি ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, "আমার সবচেয়ে পছন্দের গল্পগুলোর মধ্যে একটি ছিল এই গল্পটি। যখন আমার প্রপিতামহ প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় একবার উনি কাজ থেকে ৩টের সময় ফিরেছেন। ফিরে দেখেন তাঁর দেহরক্ষী বিছানায় ঘুমিয়ে আছেন। তখন তিনি রক্ষীর গায়ে কম্বল জড়িয়ে দিয়ে নিজে চেয়ারে বসে ঘুমোন।" প্রিয়াঙ্কা এও লেখেন, "কখনও কখনও সবচেয়ে গৌরবময় গল্পগুলির চেয়েও সহজ কিছু কথা একজন মানুষ সম্পর্কে আমাদের অনেক কিছু বলে দিয়ে যায়।"
Tributes to our former PM Pandit Jawaharlal Nehru on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) November 14, 2019
বৃহস্পতিবার সকালে 'প্রাক্তন'কে শ্রদ্ধা জানান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে মোদী লেখেন, "জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধা রইল।"
On his birth anniversary, we remember our first PM, Pandit Jawaharlal Nehru Ji, a statesman, visionary, scholar, institution builder & one of the great architects of modern India.
#RememberingNehrujipic.twitter.com/28OWzqmpTT
— Rahul Gandhi (@RahulGandhi) November 14, 2019
এদিন শান্তিবনে জওহরলাল নেহরুর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
Read the full story in English