ম্যান্ডেলার সঙ্গে নিজের এই ছবিটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা
নেলসন ম্যান্ডেলার ১০১ তম জন্মবার্ষিকীতে তাঁর সঙ্গে নিজের যোগাযোগের কথা প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা গান্ধি। কংগ্রেসের সম্পাদক বৃহস্পতিবার জানান, নেলসনই প্রথম ব্যক্তি, যিনি তাঁকে রাজনীতিতে আসার কথা বলেছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি তথা বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের কিংবদন্তীর জন্মদিনে এই মর্মে টুইট করেছেন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, ম্যান্ডেলা একইসঙ্গে একজন পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস, তিনি ন্যায়, ভালবাসা ও স্বাধীনতার মূর্ত প্রতীক।
এদিন টুইটারে নিজের শিশুপুত্র ও ম্যান্ডেলার সঙ্গে তাঁর ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। তিনি লেখেন, ‘এই পৃথিবী প্রতিদিন আরও বেশি করে নেলসন ম্যান্ডেলার অভাব অনুভব করছে। আমার কাছে তিনি ছিলেন আঙ্কেল নেলসন। তিনিই আমার প্রথম রাজনীতিতে আসার কথা বলেছিলেন। নেলসন সবসময়ই আমার পথপ্রদর্শক এবং অনুপ্রেরণা হিসাবে থাকবেন।’
প্রসঙ্গত, গত জানুয়ারিতে প্রিয়াঙ্কা প্রথম রাজনীতিতে পা রাখেন। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে কংগ্রেসের দায়িত্ব পান তিনি। যদিও সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে দেশজুড়ে বিপর্যয়ের মুখে পড়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশে খারাপ ফল করেছে দেশের প্রাচীনতম দলটি।
Read the full story in English
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the General News in Bangla by following us on Twitter and Facebook