Advertisment

খালিস্তানপন্থী-শিবসেনা সংঘর্ষে উত্তপ্ত পাতিয়ালা, শূন্যে গুলি পুলিশের

মুখ্যমন্ত্রী ভগবান্ত মান বলেছেন, 'কাউকে এ রাজ্যে অশান্তি সৃষ্টি করতে দেব না। পাঞ্জাবের শান্তি ও সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

author-image
IE Bangla Web Desk
New Update
patiala clash

রণক্ষেত্র পাতিয়ালা।

উত্তপ্ত পাঞ্জাবের পাতিয়ালা। শিবসেনা কর্মী ও শিখ নিহাঙ্গদের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি ছোড়া পুলিশ। খালিস্তানিপন্থীদের বিরুদ্ধে শুক্রবার মিছিলের ডাক দিয়েছিল শিবসেনা। নিজেদের হিন্দুস্তানপন্থী বলে দাবি করে তারা। পাতিয়ালার কালী মন্দিরের বাইরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

Advertisment

পাতিয়ালা রেঞ্জের পুলিশের আইজি রাকেশ আগরওয়াল জানিয়েছেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে। কিছু বিক্ষোভকারীর উপর হামলা হয়েছে এমন গুজবের পর উত্তেজনা ছড়িয়েছে।'

শিখ নিহঙ্গরা শিবসেনার খালিস্তান বিরোধী মিছিলের ডাকের বিরোধিতা কর। পাল্টা দুখ নিওয়ারান সাহেব গুরুদ্বারের সামনে জড়ো হয়েছিল। পুলিশ তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও নিহাঙ্গরা খালিস্তানপন্থী স্লোগান তুলে মন্দিরের দিকে যাত্রা করে। তখনই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘটনাটিকে 'গভীর দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করেছেন।টুইটে তিনি জানিয়েছেন যে, 'ডিজিপির সঙ্গে কথা বলেছি, এলাকায় শান্তি ফিরিয়ে আনা হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং কাউকে এ রাজ্যে অশান্তি সৃষ্টি করতে দেব না। পাঞ্জাবের শান্তি ও সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

এক পুলিশ আধিকারিকের দাবি, পাতিয়ালা পুলিশের একজন স্টেশন হাউস অফিসার নিহঙ্গদের মন্দিরের দিকে অগ্রসর হতে বাধা দেওয়ার সময় হাতে টোচ পেয়েছেন। আইজি রাকেশ আগরওয়াল জানিয়েছেন, পুলিশ শহরে ফ্ল্যাগমার্চ করছে এবং অন্যান্য জেলা থেকে পুলিশ বাহিনীর দশটি কোম্পানিকে আনার অনুমতি চাওয়া হয়েছে।

শিখ আন্দোলনকারীদের পাশাপাশি মন্দিরের অভ্যন্তরে উপস্থিত হিন্দু নেতাদের বিরুদ্ধে পাথর ছোড়ার খবর মিলেছে। শিখ বিক্ষোভকারীদের প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য মন্দিরের গেট তালাবন্ধ ছিল বলে জানা গিয়েছে।

পুলিশ শূন্যে গুলি চালালে কিছু নিহঙ্গকে প্রতিরোধ করতে দেখা যায়। পাতিয়ালার এসএসপি নানক সিং সেই সময়ে ঘটনাস্থলে ছিলেন, কিন্তু নিহঙ্গ এবং শিখরা নির্বিকার ছিল। আইজি বলেছেন, 'পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়েছিল এবং ঘটনাস্থলে উপস্থিত ডিউটি ​​ম্যাজিস্ট্রেটের পূর্বানুমোদনের পর এটি করা হয়েছিল।' দুই পক্ষের মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ এড়াতে এক কিলোমিটার দূরে আর্য সমাজে পুলিশের বড় বাহিনী মোতায়েন ছিল।

শিবসেনা কর্মীরা এর আগে খালিস্তানপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল এবং ‘খলিস্তান মুর্দাবাদ’স্লোগানও দেয়। পাতিয়ালা জেলা প্রশাসক শনিবার উভয় গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে শান্তি বৈঠক ডেকেছেন।

Read in English

shiv sena Khalistani
Advertisment