ব্রিটেনের পর এবার আমেরিকা! ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালাল খালিস্তানপন্থীরা, নিন্দার ঝড়

ইন্দো-আমেরিকানরা কঠোর শাস্তির দাবি জানিয়েছে দোষীদের বিরুদ্ধে।

Pro-Khalistani protesters attack Indian Consulate in San Francisco
আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এবার রবিবার ভারতীয় দূতাবাসে হামলা চালাল খালিস্তানিরা।

ব্রিটেনের পর এবার মার্কিন মুলুক। খালিস্তানপন্থীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে বিদেশ বিঁভুইয়ে। আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এবার রবিবার ভারতীয় দূতাবাসে হামলা চালাল খালিস্তানিরা। যার জেরে সেখানকার ইন্দো-আমেরিকানরা কঠোর শাস্তির দাবি জানিয়েছে দোষীদের বিরুদ্ধে।

ইন্ডিয়ান ডায়াসপোরা ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, “লন্ডন এবং সান ফ্রান্সিসকো দুই জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। যেখানে মৌলবাদী বিচ্ছিন্নতাবাদীরা ভারতের গণতান্ত্রিক ভাবধারায় আঘাত হেনেছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

জানা গিয়েছে, খালিস্তানপন্থী স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভারতীয় দূতাবাসে ঢুকে পড়েন। আর তার পর ভিতরে দুটি খালিস্তানি পতাকা লাগিয়ে দেয়। পরে দুজন দূতাবাস কর্মী সেই পতাকা সরিয়ে দেন। এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেয়নি সান ফ্রান্সিসকো পুলিশ।

ভারতীয় সম্প্রদায়ের নেতা অজয় ভুতোরিয়া ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, এই ধরনের হিংসা শুধুমাত্র দেশের কূটনৈতিক সম্পর্কেই প্রভাব ফেলে না, দুই দেশের শান্তি-সম্প্রীতিতেও আঘাত হানে। ভুতোরিয়া একটি বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানান। তিনি জানিয়েছেন, “আমি আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করছি ঐক্যবদ্ধ হোন এবং শান্তি-সম্প্রীতি প্রচার করুন।”

আরও পড়ুন দেশের বাইরে বিরাট ধাক্কা CBI-এর, মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস প্রত্যাহার ইন্টারপোলের

ভারতীয় ডায়াসপোরা অত্যন্ত উদ্বিগ্ন যেভাবে ব্রিটেন এবং আমেরিকা ভিয়েনা সম্মেলনেক প্রতিশ্রুতি অনুযায়ী কূটনৈতিক মিশনকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাঁদের দাবি. পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এই শিখ মৌলবাদীদের মদত দিচ্ছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Pro khalistani protesters attack indian consulate in san francisco

Next Story
দেশের বাইরে বিরাট ধাক্কা CBI-এর, মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস প্রত্যাহার ইন্টারপোলের
Exit mobile version