Advertisment

সিএএ বিরোধী মঞ্চে ওয়াইসির সামনেই 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান ঘিরে চাঞ্চল্য

কলেজ ছাত্রীটিকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদলত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বেঙ্গালুরুতে সিএএ বিরোধী প্রতিবাদ মঞ্চেই উঠল 'পাকিস্তান জিন্দাবাদ স্লোগান'।

বেঙ্গালুরুতে সিএএ বিরোধী প্রতিবাদ মঞ্চেই উঠল 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান। মঞ্চের প্রধান বক্তা আসাউদ্দিন ওয়াইসির সামনেই কলেজ ছাত্রীর ওই স্লোগানে অস্বস্তিতে পড়েন এআইএমআইএম নেতা। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি ওই ছাত্রীর হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন ওয়াইসি ও তাঁর সহ-নেতারা। কিন্তু তাতেও দমে না গিয়ে ক্রমাগত ওই স্লোগান দিতে থাকেন অমূল্য লিওনা। পরে পুলিশি হস্তক্ষেপে অমূল্যকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগানের সঙ্গে তাঁর ও দলের কোনও যোগ নেই বলে দাবি করেন ওয়াইসি। কলেজ ছাত্রীটিকে গ্রেফতার করা হয়। শুক্রবার তরুণীকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদলত।

Advertisment

বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সিএএ বিরোধী সভায় আয়োজন করা হয়। এই সভার অন্যতম বক্তা ছিলেন এআইএমআইএম প্রধান তথা সংখ্যালঘু আন্দোলনের নেতা আসাউদ্দিন ওয়াইসি। ওয়াইসির উপস্থিতিতেই আচমকাই মঞ্চে উঠে পড়েন বেঙ্গালুরু কলেজের পড়ুয়া অমূল্য লিওনা নামের ওই তরুণী। এরপরই সে পাকিস্তানের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন। ঘটনায় হতভম্ব হয়ে পড়েন সকলে। ছাত্রীর হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেওয়া হয়। তবুও ওই ছাত্রীকে দমানো যায়নি। বেশ কয়েকবার 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিয়ে চলে সে।

‘আমরা ভারতের পক্ষে’ বলে পালটা স্লোগান দিতে দেখা যায় ওয়াইসির সহ নেতা ও অনুগামীদের। মঞ্চের উপরে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে অমূল্যকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।

অস্বস্তি ঢাকতে এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি বলেন, 'এদিনের সভা মঞ্চে যে স্লোগান উঠেছে তার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। আমি বা আমার দল ওই স্লোগানে বিশ্বাসী নই। যতদিন বেঁচে থাকব ততদিনই ভারত জিন্দাবাদ স্লোগান দেব। আমাদের সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই আর তা থাকবেও না।'

কলেজ ছাত্রী অমূল্যের আচরণ 'দেশ বিরোধী' বলে জানিয়েছে বিজেপি ও কংগ্রেস। তরুণীর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি করেছে এই দুই দল।

আরও পড়ুন: ন্যাশনালিজম কথাটা বলবেন না, এটা মানে হিটলার, নাৎসিবাদ: মোহন ভাগবত

কর্নাটকের রাজ্য বিজেপি সভাপতি নলীন কাটিল বলেন, 'সিএএ বিরোধী মঞ্চে পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়ে দেশ বিরোধী কাজ করেছেন ওই পড়ুয়া। পুলিশ ওর বিরুদ্ধে ব্যবস্থা নিক।' টুইটারে ওয়াইসি ও কংগ্রেসকে কটাক্ষ করে রাজ্য বিজেপি জানিয়েছে, 'সত্য প্রকাশ পেয়েছে। প্রকৃতপক্ষে সিএএ বিরোধী আন্দোলন হল পাকিস্তান ও কংগ্রেস নেতৃত্বাধীন দেশ বিরোধী শক্তিগুলোর যৌথ উদ্যোগ। যারা পাকিস্তানকে সমর্থন করেন তারা সেখানেই চলে যান।'

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS national news bjp caa
Advertisment