Advertisment

ধর্ষকের কাছ থেকে ২০ লক্ষ ঘুষ! ভাইরাল পুলিশকর্তার ভিডিও, অস্বস্তিতে যোগী সরকার

রবিবার ভিডিও ভাইরাল হতেই তেড়েফুঁড়ে মাঠে নেমেছে সমাজবাদী পার্টি।

author-image
IE Bangla Web Desk
New Update
Yogi Adityanath

যোগী আদিত্যনাথ

ঘুষ চাইছেন আইপিএস। যোগী রাজ্যের পুলিশকর্তার ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সেই ভিডিও পোস্ট করে আইপিএস-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তার পরই বারাণসী পুলিশ কমিশনারকে রবিবার উত্তরপ্রদেশ পুলিশের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ওই আইপিএস অনিরুদ্ধ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

Advertisment

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ২০ লক্ষ টাকা ঘুষ চাইছেন পুলিশকর্তা। তাঁর স্ত্রী আরতি সিংয়ের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিন আবার বারাণসী পুলিশের ডেপুটি কমিশনার। তিনি নাকি দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া দিচ্ছেন না। অনিরুদ্ধ সিং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, এসব অভিযোগ মিথ্যা। তাঁর দাবি, এই ভিডিও পুরনো এবং ধর্ষণে অভিযুক্ত তদন্ত থেকে বাঁচতে এই ফাঁদ পেতেছিল।

উত্তরপ্রদেশ পুলিশের তরফে রবিবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আইপিএস অনিরুদ্ধ সিং মীরাটের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্বে রয়েছেন। তাঁকে ভিডিও কলের মাধ্যমে কারও কাছ থেকে ঘুষ চাইতে দেখা গিয়েছে। ভিডিওর ভিত্তিতে যদি সেটা দুবছর আগের হলেও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত প্রক্রিয়ার পর রিপোর্ট তিনদিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন ‘দেশবিরোধী কার্যকলাপ কোনভাবেই বরদাস্ত নয়’, কড়া বার্তা অমিত শাহের

অনিরুদ্ধ সিং ২০১৮ সালের ব্যাচের আইপিএস। বিহারের বাসিন্দা অনিরুদ্ধকে এই বছর জানুয়ারি মাসে ফতেপুর থেকে মীরাটে বদলি করা হয়। পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওতে যে ঘটনার কথা হচ্ছে তখন বারাণসীতে পোস্টিং ছিল অনিরুদ্ধের। রবিবার ভিডিও ভাইরাল হতেই তেড়েফুঁড়ে মাঠে নেমেছে সমাজবাদী পার্টি। অখিলেশ দাবি করেছেন, "আইপিএস অফিসারের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার কি তাঁর বাড়িতে বুলডোজার যাবে? উত্তরপ্রদেশের মানুষ সব দেখছেন, কী ভাবে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া হচ্ছে।"

uttar pradesh yogi adityanath
Advertisment