/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/enforcement-directorect.jpg)
ED: কোন মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন ইডি গোয়েন্দারা?
আর্থিক তছরূপ সংক্রান্ত মামলায় সোমবার সকালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই বিষয়ে সোরেনকে জেরা করতে পারেন ইডি আধিকারিকরা। এর আগে ৯ বার সমন এড়িয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এবার বড় বিপাকে পড়তে চলেছেন হেমন্ত সোরেন। আজ সকালেই তাঁর দিল্লির বাড়িতে হানা দিয়েছে তদন্তকারী সংস্থার একটি দল৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) একটি দল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকারি বাসভবনে অভিযান চালাচ্ছে। কথিত জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় আজকে ইডির এই অভিযান।২৭ জানুয়ারি, ইডি একটি নতুন সমন জারি করে তাকে ইডি দফতর হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সরকারি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জমি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লির বাসভবনে পৌঁছেছে। টানা ৯ বার সমন এড়ানোর পর ফের ২৭ জানুয়ারি সোরেনের কাছে সমন পাঠায় ইডি। এরপরই মুখ্যমন্ত্রী শনিবার দিল্লি চলে যান। ইডি সোরেনকে জিজ্ঞাসাবাদের জন্য ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হাজিরার জন্য তলব করেছিল।
তদন্তকারীরা রাঁচিতে তার সরকারি বাসভবনে যাওয়ার পর ইডি ২০ জানুয়ারি এই মামলায় প্রথমবারের মতো সোরেনের বক্তব্য রেকর্ড করে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে বিবৃতি রেকর্ড করা হয়েছে। প্রায় সাত ঘণ্টা তদন্তকারীরা তাঁকে জেরা করেন। ওই দিন জিজ্ঞাসাবাদ শেষ না হওয়ায় নতুন করে সমন জারি করা হয়েছে বলে জানা গেছে।
সোরেন, যিনি ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এর কার্যনির্বাহী সভাপতিও, তিনি সমন এড়িয়ে যাওয়ার কারণ হিসাবে ঝাড়খণ্ডে তাঁর সরকারকে অস্বস্তিতে ফেলতেই কেন্দ্রের বিরুদ্ধে তদন্ত সংস্থাগুলিকে অপব্যবহার করার অভিযোগ করেছেন।
এই মাসের শুরুর দিকে, তদন্ত সংস্থা রাজ্যে কথিত অবৈধ খনির মামলায় সোরেনের মিডিয়া উপদেষ্টা, সাহেবগঞ্জ জেলার আধিকারিক এবং একজন প্রাক্তন বিধায়কের প্রাঙ্গণে অভিযান চালিয়েছিল।
ইডি, ২০২২ সাল থেকে, রাজ্যে অবৈধ খনি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ১০০ কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে তদন্ত করছে। এখনও অবধি, তদন্ত সংস্থা এই মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি। যার মধ্যে রয়েছে ২০১১-ব্যাচের আইএএস অফিসার ছাভি রঞ্জন। যিনি রাজ্যের সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি এবং রাঁচির ডেপুটি কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
#WATCH | Delhi: Outside visuals from the residence of Jharkhand Hemant Soren.
ED team is likely to question Jharkhand CM and JMM Executive President Hemant Soren in connection with a money-laundering case linked to an alleged land scam. pic.twitter.com/AsODa957Yx— ANI (@ANI) January 29, 2024