Advertisment

Ram Mandir Procession: রামমন্দিরের উদ্বোধনের আগেই বিরাট চাঞ্চল্য, মিছিল লক্ষ্য করে 'পাথর নিক্ষেপ', আটক ৮

পুলিশ এই ঘটনায় ২৪ জনকে চিহ্নিত করেছে। ১৫-২০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ayodhya, Ram Mandir, West Bengal, VHP, অযোধ্যা রাম মন্দির বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি

Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধন আগামী সোমবার। অভূতপূর্ব পরিকল্পনা বিশ্ব হিন্দু পরিষদের।

সামনেই রাম মন্দির উদ্বোধন। উত্তেজনায় ফুটছে গোটা দেশ। এদিকে রাম মন্দির উদ্বোধনের ঠিক একটি ধর্মীয় মিছিলে পাথর 'নিক্ষেপের' ঘটনায় আটজনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ঘটনার জেরে মধ্যপ্রদেশের শাজাপুর শহরের কিছু অংশে নিষেধাজ্ঞা জারি করা হয় প্রশাসনের তরফে। এই ঘটনায় একজন আহত হয়েছেন।

Advertisment

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মিছিল চলাকালীন, হিন্দু সংগঠনের সদস্যরা অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য চাল বিতরণ করেছিলেন বলেই, পুলিশ জানিয়েছে। একজন কর্মকর্তা জানান, রাত সাড়ে ৮টার দিকে প্রায় সাত-আটজন লোক তাদের থামিয়ে এলাকায় 'মিছিল' করতে বারণ করেন।এই তর্ক থেকেই শুরু হয় ধাক্কাধাক্কি। মিছিলে অংশগ্রহণকারীদের অভিযোগ এরপরই তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। শাজাপুরের পুলিশ সুপার যশপাল রাজপুত বলেন, "এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের জন্য তল্লাশি চলছে। আমরা শহরে শান্তি বজায় রাখতে রাতেও পুলিশি টহল বাড়িয়েছি। জারি করা হয়েছে ১৪৪ ধারা"।

আহতদের একজন বলেন, “৩০ জনের সমাবেশে 'জয় শ্রী রাম' স্লোগান দিচ্ছিলাম। এরপর হঠাৎ করেই তারা মিছিল লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে এবং নিজেদের মতো করে স্লোগান দিতে থাকে। আমাকে মারধর করা হয়"। ঘটনার পর সোমবার রাতে হিন্দু সংগঠনের বিপুল সংখ্যক কর্মীরা থানায় পৌঁছায়। বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং তাদের বাড়িঘর 'বুলডোজের' দাবি জানান।

স্থানীয় বিধায়ক অরুণ ভীমাওয়াদও থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুলিশ গোটা ঘটনায় ২৪ জনকে চিহ্নিত করেছে। ১৫-২০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। কংগ্রেস এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে। কংগ্রেস মুখপাত্র কে কে মিশ্র বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আমাদের সন্দেহ সংঘ পরিবার এবং বিজেপি এই ঘটনার সঙ্গে জড়িত"।

bjp CONGRESS Madhya Pradesh Ram Temple
Advertisment