scorecardresearch

কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, জেলবন্দি অধ্যাপক

ধৃত উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এসআরকে কলেজের ইতিহাস বিভাগের প্রধান।

Police arrested sumit adhikari who is the son of ex deputy mayor of howrah on child sexual harassment case
প্রতীকী ছবি

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করে জেলবন্দি অধ্যাপক।

অভিযোগ, চলতি বছর মার্চে ফেসবুকে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন শাহয়ার আলি। শাহয়ার উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এসআরকে কলেজের ইতিহাস বিভাগের প্রধান। এরপরই ওই অধ্যাপকের বিরুদ্ধে ফিরোজাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়।

ওই ঘটনায় সম্প্রতি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অধ্যাপক শাহয়ার আলি। আদালতে অন্কর্বর্তীকালীন জামিনের আর্জি জানান তিনি। তবে তা নাকচ করে দেন অতিরিক্ত সেশন জাজ অনুরাগ কুমার। অভিযুক্ত ওই অধ্যাপককে মঙ্গলবার জেল হেফাজতের নির্দেশ দেয় স্থানীয় আদালতের বিচারক।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Professor arrested for making derogatory remarks against smriti irani in uttar pradesh