মধ্যপ্রদেশের একজন মহিলা বিয়ের মাত্র পাঁচ মাস পরে তাঁর স্বামীর কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়েছেন। তাঁর অভিযোগ, তাঁকে গোয়ায় হানিমুন করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরিবর্তে তাঁকে অযোধ্যা এবং বারাণসীতে নিয়ে যাওয়া হয় বলে ডিভোর্সের আবেদনকারী বধূর অভিযোগ। ভোপালের স্থানীয় পারিবারিক আদালতে দম্পতির কাউন্সেলিংয়ের দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট শৈল অবস্থি।
- ওই দম্পতির কাউন্সেলিংয়ের দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট শৈল অবস্থি।
- ওই মহিলার স্বামী আইটি সেক্টরে কাজ করেন এবং ভালো বেতন পান।
- মহিলার স্বামী তাঁকে না-জানিয়ে অযোধ্যা এবং বারাণসীর ফ্লাইট বুক করেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে অবস্থি বলেছেন, 'দম্পতি অক্টোবরে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোয়ার পরিবর্তে অযোধ্যায় নিয়ে যাওয়ায় ওই মহিলা রেগে যান। কিন্তু, তাঁর ফেরার উপায় ছিল না। এই কারণেই তিনি বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন। আমি বর্তমানে ওই দম্পতিকে কাউন্সেলিং করছি।' বিবাহবিচ্ছেদের আবেদনে ওই মহিলা বলেছেন, 'তাঁর স্বামী আইটি সেক্টরে কাজ করেন এবং ভালো বেতন পান। তিনিও চাকরি করেন এবং ভালো উপার্জন করেন। তাই হানিমুনের জন্য বিদেশে যাওয়া তাঁদের পক্ষে কঠিন ছিল না।'
আরও পড়ুন- অপারেশন ‘সর্বশক্তি’ শুরু ভারতীয় সেনার, ‘সর্পবিনাশ’-এর আধুনিক রূপ, ভয়ংকর কিছু ঘটতে চলেছে?
কোনও আর্থিক সীমাবদ্ধতা না-থাকা সত্ত্বেও, মহিলার স্বামী হানিমুনের জন্য তাঁকে বিদেশে নিয়ে যেতে অস্বীকার করেছিলেন। ভারতেই কোনও একটি জায়গায় হানিমুনে যাওয়ার জন্য জোর করেছিলেন। মহিলার স্বামী মৌখিকভাবে জানিয়েছিলেন যে তাঁকে তাঁর বাবা-মায়ের দেখাশোনা করতে হয়। সেজন্য, তাঁরা পরে মধুচন্দ্রিমার জন্য গোয়া বা দক্ষিণ ভারতে যাবেন। সেই শর্তে ওই বধূ হানিমুনে যেতে রাজি হয়েছিলেন।
আরও পড়ুন- ভারতরত্ন হচ্ছেন কর্পুরী ঠাকুর, কেন জননায়কের রাজনীতি এবং নীতিগুলো আজও জনপ্রিয়?
আবেদনকারী বধূর অভিযোগ, এর পরেও তাঁর স্বামী তাঁকে না-জানিয়ে অযোধ্যা এবং বারাণসীর ফ্লাইট বুক করেন। তিনি তাঁকে ভ্রমণের মাত্র একদিন আগে পরিবর্তিত ভ্রমণ পরিকল্পনার কথা জানান। সঙ্গে বলেছিলেন, তাঁরা অযোধ্যায় যাচ্ছেন কারণ তাঁর মা রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগে অযোধ্যা শহরটি দেখতে চেয়েছেন। বিচ্ছেদ চেয়ে আবেদন জানানো বধূর অভিযোগ, তাঁর স্বামী তাঁর চেয়ে তাঁর পরিবারের সদস্যদের বেশি যত্ন নেন। সেই কারণেই মধুচন্দ্রিমা থেকে ফিরে তিনি বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। এমনটাই জানিয়েছেন আইনজীবী অবস্থি।