লাদাখ ঠান্ডা হলেও সীমান্ত সমস্যার বরফ এখনও গলেনি। ১৪ সপ্তাহ অতিক্রান্ত হলেও ভারত-চিন একে অপরের সব কথা শুনতে নারাজ। সেনা সূত্রে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান হয় সম্প্রতি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোর বিষয়ে চিন যে প্রস্তাব রেখেছে তা মানা “গ্রহণযোগ্য নয়”, এমনটাই জানান হয়েছে।
ফিঙ্গার ৪-এ এখনও সেনা সরায়নি চিন। বরং উলটে সেনা মোতায়েন করছে এমনটাই জানান হয়েছে।ভারতীয় সেনা সূত্রের পক্ষ থেকে সাফ বলা হয়েছে, “চিন যে প্রস্তাব রেখেছে তা মানতে হলে সীমান্ত থেকে সেনা ছাউনিই তুলে নিতে হয়। এই প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়।”
এই প্রেক্ষিতে চিনের প্রস্তাব নিয়ে দু’দিন উচ্চপর্যায়ে বৈঠক সারেন চিনা স্টাডি গ্রুপ (সিএসজি)। এরপরই সেনাদের জানিয়ে দিতে বলা হয় যে প্যানগং সংক্রান্ত সেনা সরানোর যে প্রস্তাব রেখেছে চিন তা ভারতের পক্ষে মানা সম্ভব নয়। সূত্র এও জানায় যে মিলিটারি গোপন টেলিফোন লাইন মারফৎ সেনাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়। বরং সেনাদের বলা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পূর্বের মতোই টহলদারি চালিয়ে যেতে। এমনকী শীতকালীন পর্যায়ে নিয়মমতো আরও ৩৫ হাজার সেনা মোতায়েনও করা হবে।
সেনা সূত্রের তরফে বলা হয়, ভারতের এই সিদ্ধান্তের নেপথ্যে চিন। কারণ প্যানগং লেক থেকে সেনা সরাতে অস্বীকার করেছে চিন। তাই ভারতের মত চিন যদি সীমান্ত থেকে সমদূরত্বে সেনা না সরিয়ে নেয় তবে ভারতও সেনা সরাবে না। এই বার্তা চিনের সেনাদের জানিয়ে দেওয়া হয়েছে।”
রবিবারই পঞ্চম দফার সীমান্ত বৈঠক চলে। তবে গত চারটি বৈঠকের মতো এবারের বৈঠক শেষে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি সেনা কিংবা বিদেশমন্ত্রকের তরফে। তবে প্যানগং বাদে অন্য চারটি সংঘর্ষপ্রবণ এলাকা থেকে সেনা সরানোর কাজ চলছে দুই দেশের প্রস্তাব মেনেই।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the General News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে