/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/b-1.jpg)
ধর্মঘটে ব্যঙ্ক কর্মচারীরা। ছবি: শশী ঘোষ
১০ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের বিরোধিতা-সহ একাধিক দাবিতে আজ, মঙ্গলবার, দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট চলছে ব্যাংক কর্মচারীদের দু'টি সংগঠনের ডাকে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এম্প্লয়িস অ্যাসোসিয়েশন ও ব্যাঙ্ক এম্প্লয়িস ফেডারেশন ওফ ইন্ডিয়ার ডাকে এই ধর্মধটের জেরে ব্যাহত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা। তবে, বেসরকারি ব্যাঙ্কের কর্মীরা এই ধর্মঘটে শামিল হননি। ধর্মঘটের বাইরে রাখা হয়েছে গ্রামীণ ব্যাঙ্কগুলিকে৷
ব্যাঙ্ক ধর্মঘটসকাল থেকেই রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাঙ্কে ধর্মঘটে নেমেছেন কর্মীরা। এর জেরে নাজেহাল অবস্থা গ্রাহকদের। স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে তাদের গ্রাহকদের আগেই এই ধর্মঘট সমন্ধে জানানো হয়েছিল। কেন্দ্রীয় ব্যাঙ্ক সংগঠনের তরফে বলা হয়েছে, 'কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। যেসব ব্যঙ্ককে অন্য ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে তাদের অবস্থা ভাল ছিল এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সেগুলির ভূমিকা ছিল। ফলে বাধ্য হয়েই কর্মীদের এই পদক্ষেপ করতে হয়েছে।'
আরও পড়ুন: বড় পদক্ষেপ, দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারে নয়া আইন আনছে কেন্দ্র
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, যে দুই কেন্দ্রীয় সংগঠনের তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাদের সদস্য সংখ্যা এসবিআইতে নগন্য। ফলে ধর্মঘটেকর প্রভাব তেমন পড়বে না।
ব্যাঙ্ক ধর্মঘটব্যাঙ্ক সংযুক্তিকরণের বিরোধিতা সহ একাধিক দাবিতে গত ২৬ সেপ্টেম্বর থেকে একযোগে টানা দু'দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক অফিসারদের ৪টি সংগঠন- অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন (এআইবিওসি), অল ইন্ডিয়া ব্যাংক অফিসারস অ্যাসোসিয়েশন (এআইবিওএ), ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক অফিসার্স কংগ্রেস (আইএনবিওসি) এবং এনওবিও। পরে কেন্দ্রের আশ্বাসে অবশ্য প্রত্যাহার করা হয় ধর্মঘট।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us