Advertisment

আগে সংসদে আইন বাতিল হোক, তারপরে আন্দোলন তুলবেন কৃষকরা: রাকেশ টিকায়েত

Rakesh Tikait: মোদীর কথায় ভোলার পাত্র নন কৃষকরা, এদিন সাফ জানিয়ে দিলেন কৃষক নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Government stand positive but big question on MSP, says Tikait

কৃষক নেতা রাকেশ টিকায়েত

গুরু নানকের জন্মদিবসে আজ, শুক্রবার বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনটি কৃষি আইন প্রত্যাহার করে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন মোদী। সেইসঙ্গে দিল্লির সীমান্তে গত একবছর ধরে আন্দোলনরত কৃষকদের ফিরে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।

Advertisment

কিন্তু মোদীর কথায় ভোলার পাত্র নয় কৃষকরা, এদিন সাফ জানিয়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। কৃষকদের সংঘবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার নেপথ্য কারিগর এই কৃষক নেতার বক্তব্য, এটা সবে সূচনা। তিনি বলেছেন, সংসদের অধিবেশনে এই আইন বাতিল হলে তবেই ঘরে ফিরবেন কৃষকরা। ততক্ষণ না আঁচালে বিশ্বাস নেই।

টিকায়েত আরও জানিয়েছেন, সরকারের উচিত কৃষকদের সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্য এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলা। ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র মোদীর ঘোষণার পর পরই টুইট করেন। তিনি লেখেন, 'পার্লামেন্টে এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। আমরা সংসদে আইন বাতিল দেখতে চাই। ন্যূনতম সহায়ক মূল্য এবং অন্যান্য বিষয় নিয়ে সরকারের উচিত কৃষকদের সঙ্গে কথা বলা।'

প্রসঙ্গত, আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী বলেন, ‘এই আইন আনার পিছনে আমাদের সত্‍ উদ্দেশ্য ছিল। শুরু থেকেই কৃষকদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছি। তিনটি আইনকে স্বাগতও জানিয়েছিল একাধিক কৃষক সংগঠন। তবে দু’বছর ধরে সেই আইনের প্রয়োগ বন্ধ রাখা হয়েছিল। এবার তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নেওয়া হল।’

আরও পড়ুন পিছু হঠল কেন্দ্র, বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

একাংশের কৃষককে বোঝাতে পারা যায়নি বলেই কৃষি আইন প্রত্যাহার করতে হল বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আইন প্রত্যাহারের পরেই কৃষকদের উদ্দেশ্যে তাঁর আরও ঘোষণা, ‘এবার জমিতে ফিরে যান। চাষের কাজে মনোনিবেশ করুন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কেন্দ্র ক্ষুদ্র চষিদের সুবিধা দিয়েছে। কেন্দ্রের কৃষি বাজেট আগের তুলনায় পাঁচ গুণ বাড়ানো হয়েছে। কৃষকদের জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Farm Law Farmers Protest Rakesh Tikait PM Narendra Modi
Advertisment