Manipur Violence: ফের অশান্তির আগুনে পুড়তে শুরু করেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। শনিবার জিরিবামে ছয়টি মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর, বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় জনতা একাধিক মন্ত্রী, বিধায়ক এবং রাজনৈতিক নেতাদের দু'ডজনের বেশি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এর আগে কুকি জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।
সংঘর্ষে কমপক্ষে ১০ জন কুকি জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। রাজ্যের হিংসা পরিস্থিতি নিয়ে সোমবারই এক গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে মণিপুরের শীর্ষ আধিকারিক স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী শাহের আজকের এই বৈঠকের মূল উদ্দেশ্য হল রাজ্যে দ্রুত শান্তি ফেরানো। গত কয়েক মাস ধরে জাতিগত হিংসায় উত্তপ্ত মণিপুর। মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসায় ড্রোন ও রকেটের মতো আধুনিক অস্ত্রও ব্যবহার করার ঘটনা প্রকাশ্যে এসেছে ।
ফের জ্বলতে শুরু করেছে মণিপুর। গত সপ্তাহে জিরিবাম জেলায় নদীতে ৬ জনের মৃতদেহ ভাসতে দেখা যায়। এর পর ফের হিংসা ছড়িয়ে পড়ে মণিপুরে। রবিবার গভীর রাতে বিক্ষুব্ধ জনতা বিধায়কদের বাড়িতে অগ্নিসংযোগ করে। পাশাপাশি ভাংচুর চালানো হয়। জিরিবামে বহু রাজনৈতিক দলের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা ইম্ফলের প্রধান সড়কগুলিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। রাজ্যে ক্রমবর্ধমান হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। রাজ্যে শান্তি ফেরানোর লক্ষ্যেই আজকের এই বৈঠক ডাকা হয়েছে।
মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। মণিপুরের শীর্ষ আধিকারিক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেবেন। ইম্ফলের এক শীর্ষ পুলিশ কর্তা বলেছেন বাড়ি ভাংচুর ও আগুন লাগানোর ঘটনায় ইতিমধ্যে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ, মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এদিকে হিংসার মাঝে মণিপুরে বিজেপির মিত্র জাতীয়তাবাদী পিপল পার্টির সাত বিধায়ক সহ সমর্থন প্রত্যাহার করেছে। রাজ্যে হিংসা বাড়তেই পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে বিজেপি বিধায়করা আজ সন্ধ্যা ৬টায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনে মণিপুরের পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করবেন। কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এন বীরেন সিং-এর নেতৃত্বাধীন বিজেপি-নেতৃত্বাধীন মণিপুর সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করার একদিন পরে আজকের এই বৈঠক ডাকা হয়।