/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-184.jpg)
প্যালেস্তাইনপন্থীদের দখলে ক্যাপিটল হিল, যুদ্ধ বন্ধের দাবি.. ধুন্ধুমার
টানা ১৩ দিন ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ১০ হাজার। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরাইল সফরে আসেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধপরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, 'আমেরিকা ইজরাইলের পাশে আছে'। আজ বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও ইজরাইল সফরে আসবেন। এই সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে দেখা করবেন।
লেবাননের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহর ওপরও হামলা চালিয়েছে ইসজরাইল। এদিকে, গাজা খালি করার নির্দেশের পাশাপাশি ইজরাইল এখন লেবাননকেও খালি করার নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইজরায়েল ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ করতে ইজরাইলকে আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপ
ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এদিকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমেরিকা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করেছে আমেরিকা। এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে মার্কিন পার্লামেন্টে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন করে প্যালেস্তাইনপন্থী সমর্থকরা। পুলিশের হাতে আটক ৩০০ বিক্ষোভকারী
ইজরায়েলের ওপর হামাস জঙ্গি সংগঠন হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে এখনই যুদ্ধবিরতির কোন আশা নেই। এদিকে, প্রগতিশীল ইহুদি-আমেরিকান কর্মীরা গাজায় যুদ্ধবিরতির দাবিতে ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলের ভিতরে অবস্থান কর্মসূচি পালন করেছেন। মার্কিন কংগ্রেসের কাছে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।
HAPPENING NOW: Hundreds of American Jews are holding a sit-in at Congress — and we won’t leave until Congress calls for a ceasefire in Gaza. As thousands of U.S. Jews protest outside, over 350 are inside, including two dozen rabbis, holding prayerful resistance. pic.twitter.com/H0b2ort6fa
— Jewish Voice for Peace (@jvplive) October 18, 2023
একই সময়ে, ইহুদি সংগঠনগুলি হোয়াইট হাউসের কাছে ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেছে। বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের বাসভবনের বাইরে শ’য়ে শ’য়ে বিক্ষোভকারী জড়ো হন এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানান। বিক্ষোভকারীদের দাবি, মার্কিন কংগ্রেসের গাজায় যুদ্ধবিরতির ডাক দেওয়া উচিত। ইহুদি ভয়েস ফর পিস অনুসারে, হাজার হাজার আমেরিকান ইহুদি সংসদের বাইরে প্রতিবাদ অবস্থানে অংশ নেন।
ইহুদি সংগঠনটি টুইটারে একটি পোস্টে বলেছে, "আমাদের গ্রেফতার করা হচ্ছে, তবে গাজায় যুদ্ধবিরতি এবং নিরীহ প্যালেস্তাইনিদের গণহত্যা বন্ধ করার বিষয়ে আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।" সংগঠনটি বলেছে, ‘গত ৭৫ বছর ধরে ইজরায়েলি সরকার প্যালেস্তাইনের জমি অবৈধভাবে দখল করে চলেছে এবং প্যালেস্তাইন সম্প্রদায়গুলিকে নিশ্চিহ্ন করা হচ্ছে। আমেরিকার পূর্ণ সমর্থনে গাজায় গণহত্যা চালানো হচ্ছে"।
#WATCH | Chicago, Illinois: Chicago Coalition for Justice in Palestine (CJP) and other pro-Palestinian groups hold an emergency protest to condemn the Israeli bombing of a Palestinian hospital in Gaza.
(Source: Reuters) pic.twitter.com/budTXmYrLF— ANI (@ANI) October 18, 2023
বিক্ষোভকারীদের আটক করেছে ক্যাপিটল হিল পুলিশ
ইউএস ক্যাপিটল হিল পুলিশ সূত্রে জানা গিয়েছে একদল বিক্ষোভকারী ক্যাপিটল দখল করেছে। গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্রায় ৩০০ বিক্ষোভকারীদের আটক করা হয় এবং তাদের ইউ এস ক্যাপিটলে আসা নিষিদ্ধ করা হয়।
গাজার হাসপাতালে বোমা হামলার বিরুদ্ধে শিকাগোতে বিক্ষোভ
একই সময়ে, আমেরিকার শিকাগোতে প্যালেস্তানি সংগঠনগুলি গাজার একটি শরণার্থী হাসপাতালে ইজরায়েলি সেনাবাহিনীর কথিত বোমা হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছে এবং হামলার নিন্দা জানিয়েছে। বিক্ষোভকারীরাও যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।
হামলার প্রতিবাদে দূতাবাস ঘেরাও
গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে বিস্ফোরণের পর পশ্চিম তীর, লেবানন ও জর্ডানে বিক্ষোভ ও সংঘর্ষ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশে মানুষ ইজরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। গাজার হাসপাতালে ইজরায়েল হামলা চালিয়েছেন বলে তাদের ধারণা। বিক্ষুব্ধ জনতা একটি ফ্রন্ট খুলে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে স্লোগান দেয়। অন্যদিকে জর্ডানের বিক্ষোভকারীরা ইজরায়েলি দূতাবাসে হামলার চেষ্টা করে। এখানে বিক্ষুব্ধ জনতা দূতাবাস ঘেরাও করে জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করে। লেবাননের জঙ্গি গোষ্ঠী এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহ হাসপাতালে বিস্ফোরণের নিন্দা জানিয়েছে।
ইজরায়েল-হামাসকে কেন্দ্র করে সিঙ্গাপুরে জনসমাবেশে নিষেধাজ্ঞা
নিরাপত্তার কথা মাথায় রেখে সিঙ্গাপুরে ইজরায়েল-হামাস সংঘাতের সঙ্গে জড়িত জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ মনে করে, এ ধরনের কর্মসূচি মানুষের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে।
মিসর, বাহরাইন ও তুরস্কেও বিক্ষোভ
গাজার হাসপাতালে বিস্ফোরণে নিহতদের সমর্থনে মিসর, বাহরাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহীহ অনেক মুসলিম দেশেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা হাসপাতালে বিস্ফোরণকে গণহত্যা এবং একটি নিষ্ঠুর অপরাধ বলে বর্ণনা করেছেন। তাদের হাতে ছিল আমেরিকা বিরোধী ব্যানার। বাহরাইন ও মিসরেও ইজরায়েলি পতাকা পোড়ানো হয়। টাইমস অফ ইজরায়েলের জানিয়েছে শ’য়ে শ’য়ে বিক্ষোভকারী পশ্চিম তীরে রাস্তায় নেমে প্রতিবাদ দেখায়।
গাজার নাগরিকদের জন্য স্বস্তির খবর
যুদ্ধের মধ্যে গাজার নাগরিকদের জন্য স্বস্তির খবর। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর মিশর সাহায্য পাঠাতে রাফাহ সীমান্ত খুলে দিতে রাজি হয়েছে।
সুনাকের সফর
যুদ্ধের মধ্যেই আজ ইজরায়েলে পৌঁছবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন। এর আগে বুধবার ইজরায়েল সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
হাসপাতালে হামলা নিয়ে বিতর্ক
হাসপাতালে হামলার বিষয়ে হামাস ও ইজরায়েলের নিজস্ব দাবিতে অনড় রয়েছে। ইজরায়েলের বিদেশ সচিব বলেছেন, আমরা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রমাণ পেশ করব। হামাস বলেছে, আমাদের কাছে প্রমাণও আছে। যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভকারীরা আমেরিকার ক্যাপিটল হিল ভবনে প্রবেশ করেছে। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি তোলেন তারা।
বাইডেন আজ ভাষণ দেবেন
দেশের উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইজরাইল সফর নিয়ে তার মতামত তুলে ধরবেন। একই সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি ইজরায়েল যেতে পারি’।
ইজরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত রয়েছে
লেবানন ও হামাসের ওপর ইসজরায়েলের ভয়াবহ বোমা হামলা অব্যাহত রয়েছে। ইরান ইজরায়েলকে হুমকি দিয়ে বলেছে যে প্যালেস্তাইনিদের প্রতিটি রক্তের বিন্দুর হিসাব ফিরিয়ে দেওয়া হবে।
হামাসের ওপর চূড়ান্ত হামলার প্রস্তুতি
হামাসের ওপর চূড়ান্ত হামলার জন্য প্রস্তুত ইজরাইল। আইডিএফ সূত্রে জানা গেছে, হামলার সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 'মার্কিন সেনারা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবে না'।