তিন কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের ক্ষোভের সুর ক্রমশ চড়ছে। দিল্লি লাগোয়া সিংঘু সীমানায় আত্মহত্য়ার চেষ্টা করলেন পাঞ্জাবের এক কৃষক। সূত্রের খবর, ৬৫ বছর বয়সী ওই কৃষককে প্রথমে সোনিপতের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে রোহতকের পোস্ট গ্র্য়াজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সেসে স্থানান্তরিত করা হয়েছে। কৃষকদের বিক্ষোভের সমর্থনে একটি নোটও লিখেছেন ওই কৃষক।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কৃষকদের চিকিৎসা চলছে। গোটা ঘটনা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য়, কয়েকদিন আগেই, কেন্দ্রের নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে গুলি করে আত্মঘাতী হন বাবা রাম সিং নামে এক শিখ ধর্মগুরু। যে ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। এখনও পর্যন্ত ৪১ জন কৃষকের মৃত্য়ু হয়েছে।
আরও পড়ুন: রিলে অনশনে কৃষকরা, মোদীর ‘মন কি বাতে’র সময় থালা বাজিয়ে প্রতিবাদের আর্জি
প্রসঙ্গত, কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভ অব্য়াহত। কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বনধ পালন করেন কৃষকরা। সেইসঙ্গে ৩২টি কৃষক ইউনিয়নের প্রধানরা অনশনে বসেন। একাধিকবার সরকারের সঙ্গে কৃষকরা আলোচনার টেবিলে বসলেও জট কাটেনি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন