কেন্দ্রের উপর চাপ বাড়াতে এবার দেশজুড়ে 'রেল রোকো'র ডাক কৃষকদের

পাশাপাশি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে রাজস্থানের কোথাও টোল সংগ্রহ করতে দেওয়া হবে না।’

পাশাপাশি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে রাজস্থানের কোথাও টোল সংগ্রহ করতে দেওয়া হবে না।’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেন্দ্রেীয় তিন কৃষি আইনের বিরুদ্ধে ‌আন্দোলনের ঝাঁঝ বাড়াতে ‘‌রেল রোকো’‌ কর্মসূচির ঘোষণা করল বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলি।

Advertisment

আরও পড়ুন- আন্দোলনকারী কোনও কৃষক নেতাকে NIA তলব করেনি, সংসদে জানাল কেন্দ্র

আগামী ১৮ ফেব্রুয়ারি গোটা দেশজুড়ে চার ঘন্টার ‘‌রেল রোকো’‌ কর্মসূচি হবে, বুধবার জানাল কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। শুধু তাই নয় বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে রাজস্থানের কোথাও টোল সংগ্রহ করতে দেওয়া হবে না।’

Advertisment

আরও পড়ুন- ‘কৃষক আন্দোলন হাইজ্যাক করে টোল প্লাজা অচল রাখছে দাগীরা’, লোকসভায় ফের আন্দোলনজীবী খোঁচা প্রধানমন্ত্রীর

কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে চলতি মাসের শুরুতেই তিন ঘন্টা সড়ক অবরোধের কর্মসূচি নিয়েছিলেন আন্দোলনকারী কৃষকরা। টোল প্লাজা ভাঙচুর ও অবরোধ প্রসঙ্গে আন্দোলনকারীদের নিশানা করে এদিন সংসদের নিম্নকক্ষে দাড়িয়ে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, ‘‌কৃষক আন্দোলনকে আমি পবিত্র মনে করি। আন্দোলনজীবীরা পবিত্র আন্দোলনে ঢুকে পড়লে কী হয় দেখেছেন!‌ টোল প্লাজায় ভাঙচুর চালানো কি পবিত্র আন্দোলন? আন্দোলনজীবীদের থেকে দেশকে বাঁচাতে হবে।‌’‌

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Farm Law Farmers Movement Farmer Protest