/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/nirmala-sitaraman-oath.jpg)
একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ করা হচ্ছে।
ব্যাঙ্কিং ক্ষেত্রে বড় সংস্কারের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ করা হচ্ছে। এর ফলে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা একধাক্কায় ২৭ থেকে ১২-তে নেমে আসতে চলেছে। কোন কোন ব্যাঙ্কের সংযুক্তিকরণ হচ্ছে?
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক ও উইনাইটেড ব্যাঙ্কের সংযুক্তিকরণ করে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক সৃষ্টির সিদ্ধান্ত জানালেন নির্মলা সীতারমণ। প্রস্তাবিত দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্কটির মোট ব্যবসার পরিমাণ হবে ১৭.৯৫ লক্ষ কোটি টাকা। সারা দেশে এর শাখা সংখ্যা হবে ১১,৪৩৭টি।
আরও পড়ুন: মমতার ছবি সিবিআই দফতরে, বড় পদক্ষেপের প্রস্তুতি
পাশাপাশি কানাড়া ব্যাঙ্কের সঙ্গে সিন্ডিকেট ব্যাঙ্কের সংযুক্তিকরণ করে দেশের চতুর্থ বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তৈরির সিদ্ধান্ত এদিন জানানো হল। এই প্রস্তাবিত ব্যাঙ্কটি থেকে ১৫.২০ লক্ষ কোটি টাকার ব্যবসা প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক হতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা। যার সঙ্গে গত ১ এপ্রিল আগেই সংযুক্তিকরণ ঘটেছে দেনা ও বিজয়া ব্যাঙ্কের।
আরও পড়ুন: Assam NRC Final List 2019: অসম এনআরসি: কীভাবে দেখবেন নামের তালিকা? জেনে নিন
কোন কোন ব্যাঙ্ক সংযুক্ত হচ্ছে? অলঙ্করণ- অভিজিৎ বিশ্বাসইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ককেও সংযুক্তিকরণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এটি হবে দেশের পঞ্চম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যার বার্ষিক ব্যবসার পরিমাণ হবে ১৪.৫৯ লক্ষ কোটি টাকা।
এছাড়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক ও এলাহাবাদ ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে তৈরি করা হবে দেশের সপ্তম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই ব্যাঙ্কটির বার্ষিক ব্যবসার পরিমাণ হবে ৮.০৮ লক্ষ কোটি টাকা। পাশাপাশি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকেও সংযুক্তি করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us