Allahabad Gyanvapi: সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদকে বলেছে যে, বারাণসী জেলা আদালতের নির্দেশের বিরুদ্ধে আবেদন করতে হলে তাদের এলাহাবাদ হাইকোর্টে যেতে হবে। কমিটি এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তখনই হাইকোর্ট নির্দেশে একথা জানিয়েছে। এরপরই মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এর আগে বারণসী জেলা আদালত হিন্দুপক্ষকে মসজিদে পুজো করার অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী, মসজিদের একাংশে বৃহস্পতিবার থেকে পুজোও শুরু করেছে হিন্দুপক্ষের লোকজন। এই ব্যাপারে মসজিদ কমিটির আইনজীবী বলেন, 'জেলা আদালত মসজিদে পুজোর অনুমতি দিয়েছে। আমরা হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছি।'
- মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।
- সুপ্রিম কোর্টে গেলেও আবেদন ফিরিয়ে দিয়েছে।
- বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে পুজোপাঠ।
এর আগে মসজিদ কমিটির আইনজীবী বৃহস্পতিবার সকালেই বারাণসী আদালতের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কাছে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের আবেদন জানান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে সেই আবেদনে আইয়ুবি বলেন, 'অত্যন্ত জরুরি ভিত্তিতে ৩১.০১.২০২৪ তারিখের আদেশের পর স্থানীয় প্রশাসন তাড়াহুড়ো করে মসজিদ চত্বরে একটি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে। আর, সেই প্রক্রিয়া চলছে। মসজিদের দক্ষিণ দিকের গ্রিল কাটা হয়েছে। যাতে সেখান থেকে মসজিদ প্রাঙ্গণে একটি প্রবেশদ্বার তৈরি করা যায়। যাতে মসজিদের বেসমেন্টে পুজোর অনুমতি দেওয়া যায়। এই পদক্ষেপ এবং আদেশের বিরুদ্ধে এই আবেদন জানাচ্ছি।'
আরও পড়ুন- কী হল হেমন্ত সোরেনের, বিরাট নির্দেশ আদালতের
চিঠিতে যোগ করা হয়েছে যে, 'প্রশাসন গভীর রাতে এই কাজটি করেছে তাড়াহুড়ো করে। কিন্তু, সেটা করার কোনও কারণ নেই। কারণ ট্রায়াল কোর্ট আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছে। এত তাড়াহুড়ো করার সুস্পষ্ট কারণ হল, প্রশাসন বাদীপক্ষের সঙ্গে যোগসাজশ করে চলছে। মসজিদ ম্যানেজিং কমিটি তাই আদালতের ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার চাইছে।' শুনানির জন্য অনুরোধ করা ওই চিঠিতে অনুরোধ করা হয়েছিল, মসজিদে নমাজ এবং অন্যান্য প্রক্রিয়া যাতে ব্যাহত না-হয়, তা নিশ্চিত করুক প্রশাসন। এরপরই সুপ্রিম কোর্ট জ্ঞানবাপী মসজিদ কমিটিকে জানিয়ে দেয় যে, ট্রায়াল কোর্টের নির্দেশের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যায় না। বদলে, মসজিদ কমিটিকে ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানাতে হবে।