Advertisment

IAS Puja Khedkar: বিতর্ক যেন পিছু ছাড়ছে না, কেন্দ্রের পদক্ষেপের মাঝেই তোলপাড় ফেলা কাণ্ড ট্রেনি IAS-র

সিভিল সার্ভিস পরীক্ষা পাস করার জন্য জাল অনগ্রসর শ্রেণি (ওবিসি) শংসাপত্র জমা দেওয়ার অভিযোগও রয়েছে পূজার বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
Khedkar

IAS Puja Khedkar: ফের সংবাদ শিরোনামে বিতর্কিত প্রবেশনারি IAS পূজা খেদকর। তিনি পুনের জেলা শাসকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ দায়ের করেছেন বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisment

পুণের জেলাশাসক সুহাদ দিওয়াসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেদকার। তাঁকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। মঙ্গলবার তার বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্র। এরপরই পুনের জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার অবিলম্বে তার ট্রেনিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকের বিরুদ্ধে তিনি হয়রানির অভিযোগ এনেছেন।

জানা গিয়েছে, ট্রেনি আইএএস পূজা গতকাল রাতে পুনের কালেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুণের কালেক্টরই তাঁর বিরুদ্ধে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠান। সেই রিপোর্টের ভিত্তিতেই পূজাকে বদলি করে দেওয়া হয় ওয়াশিমে। মঙ্গলবার ট্রেনি আইএএস পুজোর বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার প্রশিক্ষণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও তাকে মুসৌরি লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে ডেকে পাঠানো হয়েছে। এই বিষয়ে, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে মহারাষ্ট্র সরকারের মুখ্য সচিবকে একটি চিঠিও দিয়েছে।

আরও পড়ুন - < Oil Tanker Capsizes: গভীর সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, নিখোঁজ ১৩ জন ভারতীয় নাবিক >

ট্রেনি আইএএসের বিরুদ্ধে অতিরিক্ত জেলাশাসকের দায়িত্ব নেওয়ার আগে পুনের জেলা শাসকের কাছে একটি পৃথক বাড়ি এবং গাড়ি দাবি করার অভিযোগ রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে সিভিল সার্ভিস পরীক্ষা পাস করার জন্য জাল অনগ্রসর শ্রেণি (ওবিসি) শংসাপত্র জমা দেওয়ার অভিযোগও রয়েছে।

national news pune IAS
Advertisment