Advertisment

IAS Pooja Khedkar: বন্দুক হাতে প্রকাশ্যে হুমকি, IAS আধিকারিকের মায়ের কাণ্ডে চূড়ান্ত শোরগোল, গ্রেফতার

এই সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Earlier this week, a team of Pune rural police visited the house of Puja's parents in connection with an offence lodged against them for allegedly threatening farmers in Mulshi.

এই সপ্তাহের শুরুর দিকে, পুনে গ্রামীণ পুলিশের একটি দল মুলশিতে কৃষকদের হুমকি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা একটি অপরাধের বিষয়ে পূজার বাবা-মায়ের বাড়ি পরিদর্শন করেছিল।

IAS Pooja Khedkar: ট্রেনি IAS পূজা খেদকরের মা গ্রেফতার, কী অভিযোগ?

ট্রেনি IAS পূজা খেদকরের মা মনোরমা খেদকরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কৃষকদের পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সেই সংক্রান্ত একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে। যার পরেই অ্যাকশনে নামে পুলিশ।

Advertisment

ট্রেনি IAS অফিসার পূজা খেদকরের মা মনোরমা খেদকরকে বেআইনি বন্দুক রাখার অভিযোগে পুনে পুলিশ গ্রেফতার করেছে। সম্প্রতি অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে পুনের এক গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে স্থানীয় কৃষকদের মুখোমুখি হওয়ার সময় একটি পিস্তল বার করে তাদের হুমকি দেন। এই সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মনোরমা খেদকরের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে।

কৃষকদের হুমকি দেওয়ার পরে, পূজা খেদকরের মায়ের আরেকটি ভিডিও সামনে এসেছে। পুনেতে মেট্রোরেল নির্মাণে নিযুক্ত কর্মীদের সাথে পূজা খেদকরের মায়ের তর্ক করার একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পরে, পুনে গ্রামীণ পুলিশ গত সপ্তাহে বলেছিল যে বিষয়টি তদন্ত করা হবে। স্থানীয় লোকজনের দাবি, খেদকার প্রতিবেশী কৃষকদের জমি দখল করে রেখেছেন।

আরও পড়ুন - < Mission Indradhanush: শিশুদের জীবন নিয়ে ছেলেখেলা! মোদী সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন খাড়গে >

পূজা খেদকার বর্তমানে ওয়াশিম জেলায় ২০২৩ ব্যাচের এক ট্রেনি IAS কর্মকর্তা, যিনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরীক্ষায় নির্বাচিত হওয়ার জন্য জালিয়াতি ব্যবহার করেন বলেও অভিযোগ। তিনি নিজেকে শারীরিকভাবে প্রতিবন্ধী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সম্প্রদায়ের অন্তর্গত বলে উল্লেখ করেছিলেন। করেছিলেন। খেদকরের বিরুদ্ধে পুনেতে পোস্টিং চলাকালীন সুযোগ-সুবিধা অপব্যবহারের অভিযোগও রয়েছে।

IAS pune national news
Advertisment