পুলওয়ামা হামলায় আরও ২ জনকে গ্রেফতার করল এনআইএ। পুলওয়ামায় জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জম্মু-কাশ্মীরের লেঠপোরা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলওয়ামাকাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর এ নিয়ে ৩ জনকে গ্রেফতার করল এনআইএ।
উল্লেখ্য, কয়েকদিন আগে পুলওয়ামাকাণ্ডে সক্রিয় ভাবে জড়িত থাকার অভিযোগে জইশ-এ-মহম্মদের সদস্য শাকির বশির মাগরেকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম অনলাইনে অর্ডার দিয়ে আনানো ও নিরাপত্তারক্ষীদের কনভয়ে সে নজরদারি চালাত বলে অভিযোগ। জেরায় ধৃত জইশ জঙ্গি তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছে বলে দাবি এনআইএ-র। ১৫ দিনের এনআইএ হেফাজতে রাখা হয়েছে ধৃতকে।
আরও পড়ুন: দিল্লি হিংসায় শ্যুটার শাহরুখ খান গ্রেফতার
src="https://www.youtube.com/embed/w_MK0lpMSZc" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
এনআইএ-এর দাবি বিস্ফোরক বোঝাই গাড়িটি হামলার জায়গা থেকে ৫০০ মিটার দূর পর্যন্ত চালিয়ে এসেছিল শাকির বশির। পরে তা আত্মঘাতী হামলাকারী আদিল আহমেদ দারকে দেয়। যদিও মাগরের পরিবারের দাবি, তাকে গত বছরের ৭ ডিসেম্বর থেকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন: দিল্লি হিংসার সমালোচনায় ইরানের বিদেশমন্ত্রী, রাষ্ট্রদূতকে সমন নয়াদিল্লির
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বিকেলে বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা। জম্মু-শ্রীনগর হাইওয়েতে সিআরপিএফ কনভয়েতে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। এই হামলায় নিহত হয়েছিলেন ৪০লজন সিআরপিএফ জওয়ান।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন