Advertisment

পুলওয়ামা হামলায় এবার এনআইএ জালে বাবা-মেয়ে

পুলওয়ামায় জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
pulwama attack, পুলওয়ামা হামলা, পুলওয়ামা, পুলওয়ামাকাণ্ড, pulwama terror case, পুলওয়ামা হামলায় গ্রেফতার বাবা মেয়ে, nia pulwama case arrests, pulwama mastermind arrest, জইশ-এ-মহম্মদ, jaish-e-mohammed, kashmir news, কাশ্মীরের খবর

পুলওয়ামা হামলায় নিহত হন ৪০ জন জওয়ান। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

পুলওয়ামা হামলায় আরও ২ জনকে গ্রেফতার করল এনআইএ। পুলওয়ামায় জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জম্মু-কাশ্মীরের লেঠপোরা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলওয়ামাকাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর এ নিয়ে ৩ জনকে গ্রেফতার করল এনআইএ।

Advertisment

উল্লেখ্য, কয়েকদিন আগে পুলওয়ামাকাণ্ডে সক্রিয় ভাবে জড়িত থাকার অভিযোগে জইশ-এ-মহম্মদের সদস্য শাকির বশির মাগরেকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম অনলাইনে অর্ডার দিয়ে আনানো ও নিরাপত্তারক্ষীদের কনভয়ে সে নজরদারি চালাত বলে অভিযোগ। জেরায় ধৃত জইশ জঙ্গি তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছে বলে দাবি এনআইএ-র। ১৫ দিনের এনআইএ হেফাজতে রাখা হয়েছে ধৃতকে।

আরও পড়ুন: দিল্লি হিংসায় শ্যুটার শাহরুখ খান গ্রেফতার

src="https://www.youtube.com/embed/w_MK0lpMSZc" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

এনআইএ-এর দাবি বিস্ফোরক বোঝাই গাড়িটি হামলার জায়গা থেকে ৫০০ মিটার দূর পর্যন্ত চালিয়ে এসেছিল শাকির বশির। পরে তা আত্মঘাতী হামলাকারী আদিল আহমেদ দারকে দেয়। যদিও মাগরের পরিবারের দাবি, তাকে গত বছরের ৭ ডিসেম্বর থেকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন: দিল্লি হিংসার সমালোচনায় ইরানের বিদেশমন্ত্রী, রাষ্ট্রদূতকে সমন নয়াদিল্লির

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বিকেলে বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা। জম্মু-শ্রীনগর হাইওয়েতে সিআরপিএফ কনভয়েতে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। এই হামলায় নিহত হয়েছিলেন ৪০লজন সিআরপিএফ জওয়ান।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment