জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি দমন করল সেনা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় গুলির লড়াইয়ে শুক্রবার কমপক্ষে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিহত জঙ্গিরা জইশ-এ-মহম্মদের বলে মনে করা হচ্ছে। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে টুইটে জানানো হয়েছে, ‘‘৪ জঙ্গি নিহত হয়েছে। প্রত্যেকেই জইশ-এ-মহম্মদ জঙ্গি। অভিযান শেষ হয়েছে’’।
Update. Four terrorists have been eliminated.They reportedly belong to JeM.Operation over. More details to follow. https://t.co/ehIPXVeZ1R
— J&K Police (@JmuKmrPolice) June 7, 2019
উল্লেখ্য, বৃহস্পতিবার মাঝ রাতে লাসিপোরা এলাকায় গুলির লড়াই শুরু হয়। ওই এলাকায় জঙ্গি রয়েছে, এ খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীনই শুরু হয় গুলির লড়াই। প্রথমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে ৩টি একে সিরিজের রাইফেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: ঈদে রক্তাক্ত কাশ্মীর, পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে হত মহিলা
প্রসঙ্গত, গত বুধবার সকালে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে এক মহিলার মৃত্যু হয় পুলওয়ামায়। হামলায় জখম হন আরও এক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম নিগিনা বানো। পুলওয়ামার কাকাপোরা এলাকায় নিগিনাকে লক্ষ্য করে গুলি করা হয়। জঙ্গিদের গুলিতে প্রথমে জখম হন ওই মহিলা। পরে তাঁর মৃত্যু হয়।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় বড়সড় জঙ্গি হামলা হয়। এ হামলায় ৪০ জনের মতো জওয়ান প্রাণ হারান। যে ঘটনায় তোলপাড় হয় গোটা দেশে। হামলার দায় স্বীকার করে জইশ-এ-মহম্মদ। এ ঘটনার পরই বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত।
Read the full story in English