Advertisment

Pulwama Encounter: সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত পুলওয়ামা, চলছে অভিযান, বড়সড় সাফল্যের পথে 'ইন্ডিয়ান আর্মি'

জানা গিয়েছে এনকাউন্টারে আটকে পড়েছেন দুই লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি।

author-image
IE Bangla Web Desk
New Update
pulwama encounter, jammu kashmir news

সোমবার, 3 জুন, 2024, পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে একটি এনকাউন্টার শুরু হওয়ার পরে একটি বিল্ডিং থেকে ধোঁয়া বের হচ্ছে৷ (পিটিআই ছবি)

সেনা-জঙ্গির গুলির লড়াই। উত্তপ্ত উপত্যকা ৷ সোমবার সকালে পুলওয়ামার নিহামা এলাকায় বেশ কিছু জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়েই অ্যাকশনে নামে সেনা। সূত্রের খবর সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। বাহিনীও পালটা জবাব দেয়। শুরু হয় দু পক্ষের গুলির লড়াই ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে এনকাউন্টারের কথা জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ।

Advertisment

জানা গিয়েছে এনকাউন্টারে আটকে পড়েছেন দুই লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি। যার মধ্যে একজন দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর রাডারে ছিল। সোমবার সকালে, জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর একটি যৌথ দল গ্রামে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট ইনপুট পাওয়ার পরে পুলওয়ামার নিহামা গ্রামটি ঘিরে ফেলে।

আরও পড়ুন : < Election Commission: ভোট দানে রেকর্ড, ইতিহাস গড়ল কমিশন, ‘মিসিং জেন্টলম্যান’ ট্রোল নিয়ে কী বললেন রাজীব কুমার? >

এরপরই সেনা বাহিনীকে লক্ষ্য করে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালায় এবং নিরাপত্তা কর্ডন ভাঙার চেষ্টা করে। কর্মকর্তারা জানিয়েছেন, এরপরই যৌথ দল তখন পাল্টা গুলি চালায়, শুরু হয় তুমুল গুলির লড়াই।

কিছু সময় ধরে দফায় দফায় গুলি বিনিময় চলতে থাকলে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এর ফলে দুটি বাড়িতে আগুন ধরে যায়। সূত্রের খবর, দুই জঙ্গি সেখানে আটকে পড়ে। তাদের নাম রিয়াজ আহমেদ এবং রইস। উভয়েই পুলওয়ামার কাকাপোরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে যে কিছু সময়ের জন্য, গুলি বিনিময় বন্ধ রয়েছে এবং জঙ্গিরা যে বাড়িতে আটকে ছিল সেখানে আগুন লেগে গিয়েছে। তারা নিহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত কোন তথ্য হওয়া যায়নি।

jammu and kashmir pakistan Pulwama Attack Lashkar-e-Taiba Terrorist Attack
Advertisment