Advertisment

পুলওয়ামায় ফের জঙ্গি হামলা

মঙ্গলবার পুলওয়ামার ড্রাবগামে একটি স্কুলে সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এখনও পর্যন্ত এ হামলায় হতাহতের কোনও খবর মেলেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
pulwama, terror attack at pulwama, পুলওয়ামায় জঙ্গি হামলা, পুলওয়ামায় ফের জঙ্গি হামলা, জম্মু কাশ্মীরের খবর, জম্মু কাশ্মীর, কাশ্মীর, jammu kashmir, j k news, kashmir

দশম শ্রেণির পরীক্ষা চলছিল ওই স্কুলে। সে সময়ই জঙ্গিরা গুলি চালায় বলে খবর। ছবি: শোয়েব মাসুদি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার পুলওয়ামার ড্রাবগামে একটি স্কুলে সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এখনও পর্যন্ত এ হামলায় হতাহতের কোনও খবর মেলেনি। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। দশম শ্রেণির পরীক্ষা চলছিল ওই স্কুলে। সে সময়ই জঙ্গিরা গুলি চালায় বলে খবর।

Advertisment

জানা যাচ্ছে, সিআরপিএফ বাঙ্কার লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি চালায় জঙ্গিরা। স্কুলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিআরপিএফ জওয়ানরা। একইসঙ্গে নিরাপত্তার দায়িত্বে ছিল স্থানীয় পুলিশও। জঙ্গিদের গুলির পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী। হামলার পর ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।

আরও পড়ুন: ইসলাম রীতিতেই সমুদ্রের নিচে সমাধিস্থ বাগদাদি: রিপোর্ট

উল্লেখ্য, সোমবার সোপোরে বাসস্ট্যান্ডের কাছে গ্রেনেড হামলায় কমপক্ষে ২০ জন সাধারণ নাগরিক জখম হয়েছেন বলে জানা গিয়েছিল। এর ক’দিন আগেই করন নগর থানায় গ্রেনেড ছুড়েছিল কয়েকজন অজ্ঞাতপরিচয় জঙ্গি। সে ঘটনায় জখম হয়েছিলেন ৬ জন সিআরপিএফ জওয়ান। কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাক সেনার গুলিতে নিহত হন দুই ভারতীয় সেনা জওয়ান ও এক নাগরিক। এর পাল্টা হিসেবে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চ প্যাডে হামলা চালায় ভারত। প্রত্যাঘাতে নিয়ন্ত্রণরেখার কাছে থাকা তিনটি পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, “সন্ত্রাসঘাঁটিগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। ৬-১০ জন পাক সেনা নিহত হয়েছেন। তিনটি জঙ্গি ঘাঁটিও ধ্বংস করা হয়েছে’’।

Read the full story in English

jammu and kashmir national news
Advertisment