Advertisment

লাঠি দিয়ে বেধড়ক মার ২ পথকুকুরকে, মামলা দায়ের

অভিযোগকারী ব্যক্তি ১৯৬০ সালের প্রাণিকল্যান আইন অনুসারে মামলা দায়ের করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নির্মম ঘটনা! লাঠি দিয়ে বেধড়ক পেটানো হল ২ পথ কুকুরকে।

নির্মম ঘটনা! লাঠি দিয়ে বেধড়ক পেটানো হল ২ পথ কুকুরকে। নিন্দার ঝড় দেশ জুড়ে। এর আগেও একাধিকবার পথ কুকুরকে পিটিয়ে মারার ঘটনা সামনে এসেছে আর এবার আবারও ২ পথ কুকুরকে পিটিয়ে মারার ঘটনা সামনে আসতেই প্রতিবাদে সোচ্চার হয়েছে একাধিক পশুপ্রেমী সংগঠন। এই ঘটনার তদন্ত করছে পুনে সিটি পুলিশ।

Advertisment

ঘটনাটি প্রথম নজরে আনেন এক শেয়ালওয়াড়ির বাসিন্দা এক পশুপ্রেমী সংগঠনের এক কর্মী। তিনি বুধবার পুলিশের কাছে এক মর্মে একটি অভিযোগ করেন। তাতে বলা হয়েছে  পঞ্চশীল টাওয়ার সোসাইটির কাছে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ এক ব্যক্তি গাড়িতে চেপে এসে লাঠি দিয়ে ২ পথকুকুরকে বেধড়ক মারধর করে। তাতে করে মারাত্মক জখম হয় ২টি কুকুর।

আরও পড়ুন: <গুজরাট উপকূলে পাক অনুপ্রবেশের চেষ্টা, আটক ২ ট্রলার>

অভিযোগকারী বলেন, কুকুর দুটির ডাক্তারি পরীক্ষায় গুরুতর আঘাতের কথা জানা গেছে। তিনি আরও জানান, একটি কুকুরের মেরুদণ্ডে গুরুতর চোট লাগে অন্য কুকুরটিও মারাত্মক ভাবে জখম হয়েছে। লনিকান্দ থানার এক আধিকারিক জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় জানার প্রক্রিয়া চলছে। পুলিশ সূত্রে খবর অভিযোগকারী ব্যক্তি ১৯৬০ সালের প্রাণিকল্যান আইন অনুসারে মামলা দায়ের করেছেন।

Stray Dogs pune
Advertisment