Advertisment

Pune Rains: প্রবল বৃষ্টিতে মৃত চার, প্রশাসনের জরুরি নির্দেশে বন্ধ স্কুল-কলেজ

উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জরুরি বৈঠক ডেকেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Pune Rains Live Updates: Four deaths have so far been reported in the rain-related incidents.

পুনে রেইনস লাইভ আপডেট: বৃষ্টি সম্পর্কিত ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Pune Rains: নাগারে বৃষ্টিপাত। বিপর্যস্ত জনজীবন। দমকল বিভাগের কর্মীরা ইতিমধ্যে নিচু এলাকায় আটকে পড়া প্রায় ১৬০ জনকে উদ্ধার করেছে। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisment

বানভাসী মহারাষ্ট্র। বর্তমানে শহরের বিভিন্ন স্থানে ২০০ জনেরও বেশি দমকলকর্মী মোতায়েন রয়েছেন। এনডিআরএফ-র দুটি দলকে একতা নগরী এলাকায় ত্রাণ ও উদ্ধারকার্য্যে পাঠানো হয়েছে। এনডিআরএফ সূত্রের খবর ওই এলাকায় এখনও বহু মানুষ বাড়িতে আটকে রয়েছেন।বৃষ্টিতে এ পর্যন্ত পুনেতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ ভোরে প্রবল বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে এবং অন্য একজন আহত হয়েছেন বলেই খবর।

আরও পড়ুন - < Nishikant Dubey: ধর্মান্তকরণ ইস্যুতে উঠল বাংলার নাম, বিজেপি সাংসদের মন্তব্যে তোলপাড় >

জেলাশাসকের নির্দেশে পুনে শহর এবং আশেপাশের এলাকার স্কুলগুলি আজ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে প্রবল বৃষ্টির কারণে বন্ধ রয়েছে শহরের সমস্ত পর্যটন স্থান। বন্ধ বেসরকারি অফিস এবং শিল্প সংস্থাগুলিকেও আজ বন্ধ রাখাআর জন্য প্রশাসনের তরফে অনুরোধ জানানো হয়েছে। এই পরিস্থিতিতে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বৈঠকে বসেছেন এবং জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন। পাশাপাশি মুম্বই আন্ধেরি, চেম্বুর, কুর্লা, থানে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে।

rain mumbai
Advertisment