করোনা রুখতে এবার নয়া পদক্ষেপ করছে পুণে। ভাইরাস মোকাবিলায় এবার থেকে পুণের করোনা হটস্পটে বাড়ি বাড়ি সমীক্ষা চালানো হবে। পুণেতে করোনা আক্রান্তের ৬০ শতাংশই গুলটেকড়ির বাসিন্দা। জানা গিয়েছে, পুণেতে করোনা আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ১৪২। সোমবার নতুন করে ৩৮ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে।
উল্লেখ্য়, করোনা মোকাবিলায় পুণে জেলা পরিষদের সিইও আয়ুষ প্রসাদ বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়েছিলেন। পুণের গ্রামাঞ্চলে প্রায় ৯ লক্ষ বাড়িতে সমীক্ষা চালিয়েছিলেন তিনি। তাঁর এই উদ্য়োগের পরই বাড়ি বাড়ি সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, স্বাস্থ্য়কর্মীদের একটা দল বাড়ি বাড়ি সমীক্ষা চালাবেন। কোনও ব্য়ক্তির বিদেশ যোগ রয়েছে কিনা সে ব্য়াপারে যেমন তাঁরা খোঁজখবর নেবেন, তেমনই কোনও ব্য়ক্তির ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো উপসর্গ রয়েছে কিনা, সে ব্য়াপারেও খবর নেওয়া হবে। করোনার উপসর্গ রয়েছে, এমন ব্য়ক্তিকে সসুন হাসপাতালে পরীক্ষার জন্য় পাঠানো হবে। করোনা পরীক্ষার ফল পজেটিভ হলে তাঁকে শহরের আইসোলেশন কেন্দ্রে পাঠানো হবে।
সসুন হাসপাতালে রোজ ৫০টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত ওই হাসপাতালে ২৩ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। বিজে মেডিক্য়াল কলেজের ডিন ডা. অজয় চন্দনওয়ালে জানিয়েছেন, তাঁরা নমুনা পরীক্ষার সংখ্য়া আরও বাড়াবেন।
প্রসঙ্গত, দেশে করোনা আক্রান্তে সংখ্য়া ৪ হাজার ছাড়িয়েছে। দেশের মধ্য়ে মহারাষ্ট্রে সবথেকে বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন