/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/blust-1.jpg)
পাঞ্জাবে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৮ (ছবি সৌজন্যে - টুইটার)
ভয়াবহ বিস্ফোরণ পাঞ্জাবে। বুধবার পাঞ্জাবের বাটলায় একটি বাজি কারখানায বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমান আশঙ্কাজনক হতে পারে বলে আশঙ্কা। এদিন বিকেল ৪টে নাগাদ বিরাট শব্দ করে বিস্ফোরণটি হয়। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত বাজি কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত।
বিস্ফোরণের জেরে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এলাকাটি। তার মধ্যেই বেশ কয়েকজন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে শুরু হয়েছে উদ্ধার কাজ। কেন্দ্রের পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে।
Deeply anguished to learn of the loss of lives due to the blast in the firecracker factory in Batala. Rescue operations are underway with the DC & SSP heading the relief efforts.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) September 4, 2019
বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। টুইটে তিনি জানিয়েছেন, 'বাটালায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা শুনে রাগ হচ্ছে। উদ্ধার কাজ জারি রয়েছে। ডিসি ও এসপির নেতৃত্বে চলছে উদ্ধারকাজ।'
গুরুদাসপুরের সাংসদ সানি দেওয়াল বাটালা বিস্ফোরণের শোক প্রকাশ করেছেন। টুইটে তিনি লিখেছেন, 'বিস্ফোরণের খবরে আমি শোকাহত। এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে।'