ওড়িশার পর দ্বিতীয় রাজ্য হিসাবে পাঞ্জাব লকডাউনের মেয়াদ বৃদ্ধি করল। আগামী ১লা মে পর্যন্ত পাঞ্জাবে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার রাজ্য সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয় যে, গোষ্ঠী সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ করা হল। মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং বলেছেন, 'এ পর্যন্ত পাঞ্জাবে এমন ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন যাঁদের দেশের কোথাউ বেড়ানো বা বিদেশ যাওয়ার ইতিহাস নেই। যা গোষ্ঠী সংক্রমণ বলা যেতেই পারে।' ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দেশজুড়ে লকডাউন বৃদ্ধির দু'দিন আগেই পাঞ্জাবে লকডাউনের ঘোষণা করেছিল কংগ্রেস শাসিত রাজ্য সরকার। ২২ এপ্রিল থেকেই পাঞ্জাবে জারি হয় লকডাউন। নিয়ম ভাঙায় বেশ কয়েকটি জায়গায় কার্ফুও লাগু হয়েছিল।
আরও পড়ুন- দেশে করোনায় গোষ্ঠী সংক্রমণ হয়নি: স্বাস্থ্যয়মন্ত্রক
ওড়িশায় ৩০ মে অবধি লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং বলেছেন, '১৫ এপ্রিল থেকে গম উৎপাদন করা হবে। তবে কৃষকদের সামাজিক দূরত্ব মেনেই কাজ করতে হবে।' শুক্রবারই পাঞ্জাবে করোনা আক্রান্তের সংখ্য়া ছিল ১৫১। গত ২৪ ঘন্টায় সংক্রমণ ছড়িয়েছে ২৪ জনের শরীরে। এর মধ্যেই বেসরকারি হালপাতালগুলোকে করোনা চিকিৎসায় কাজে লাগাতে অধ্য়াদেশ জারির পথে পাঞ্জাব সরকার।
এদিকে, গোটা ভারতে লকডাউনের মেয়াদ বাড়বে কী? আজই মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তারপরই সম্ভাবত চূড়ান্ত হবে ২১ দিনের পরও দেশে লকডাউন জারি থাকার বিষয়টি। ২রা এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রথম ভিডিও বৈঠকে লকডাউন কী ভাবে তোলা যায়, সেই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন প্রধানমন্ত্রী। পরে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর কথায় লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত মিলেছিল। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক রাজ্য লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছে কেন্দ্রের কাছে।
Read full in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন