বছর শেষ হতে চললেও করোনার বিনাশ হচ্ছে না এ দেশে। রোজই নতুন করে সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে পাঞ্জাবে নাইট কার্ফুর সময়সীমা বাড়ানো হল। আগামী ১ জানুয়ারি পর্যন্ত পাঞ্জাবে নাইট কার্ফু জারি থাকবে বলে নির্দেশ দিয়েছেন সে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী অমরিন্দর সিং। একইসঙ্গে নববর্ষ পর্যন্ত বেশি সংখ্য়ক মানুষের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন মেঘালয়ের মুখ্য়মন্ত্রী করনাড সাংগা। টুইটারে মেঘালয়ের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। গত ৫ দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের নিজেদের স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখতে বলেছেন।
আরও পড়ুন: কৃষকদের বিক্ষোভস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ আধিকারিক করোনা আক্রান্ত
অন্য়দিকে, বহুদিন বাদে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া একধাপে অনেকটা কমল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩৯৮ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৯৭.৯৬ লক্ষ ছাড়িয়েছে। যার মধ্য়ে অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩.৬৩ লাখেরও বেশি। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯২.৯০ লক্ষ মানুষ। নতুন করে দেশে করোনায় ৪১৪ জনের মৃত্য়ু হয়েছে। দেশে করোনায় মোট মৃতের সংখ্য়া ১ লক্ষ ৪২ হাজার ১৮৬। কেরালা, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ-এই ৩ রাজ্য়েই দৈনিক সংক্রমণ ২ হাজারের বেশি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন