অবশেষে মুখ্যমন্ত্রীর আবেদনে বরফ গলল। দীর্ঘ দুমাসের রেল অবরোধ তুলে নিলেন পাঞ্জাবের কৃষকরা। শনিবার মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে বৈঠকের পর অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন বিক্ষুব্ধ কৃষকরা। সোমবার থেকে তাঁরা অবরোধ তুলে নেবেন। ওইদিন থেকে ফের চালু হবে রেল পরিষেবা। এই সিদ্ধান্তের কথা টুইট করেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।
সেপ্টেম্বর মাস থেকে এই রেল অবরোধ চলছিল। কেন্দ্রের তিনটি কৃষি আইনের প্রতিবাদে রেল রোকো কর্মসূচি শুরু করেন পাঞ্জাবের কৃষকরা। এতদিনে অন্তত ২,৩৫২টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল হয়েছে অবরোধের জেরে। বহু ট্রেন ঘুরপথে চলেছে। রাজ্যের তথা রেলের বহু টাকা লোকসান হয়েছে। বারবার রেল ও কেন্দ্রের তরফে আবেদন করা সত্ত্বেও অবরোধ তোলেননি কৃষকরা। শেষে ময়দানে নামেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। কেন্দ্রের সঙ্গে বৈঠক করে এই সমস্যার সমাধানের পথ বের করেন। তারপর কৃষকদের সঙ্গে বৈঠক করে তাঁদের অবরোধ তুলে নিতে বলেন।
কয়েক সপ্তাহ আগেই পঞ্জাব-সহ দেশের বিভিন্ন রাজ্যে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রশমনে উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগে কৃষক সংগঠনগুলির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার এবং পীযূষ গোয়েল। তবে সেই বৈঠক থেকে তেমন কোনও রফাসূত্র না বেরনোয় আন্দোলন চলতে থাকে। তবে সমাধানের লক্ষ্যে উভয় পক্ষই ফের বৈঠকে রাজি। বিক্ষোভকারী কৃষকদের দাবি, ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত আইন আরও দৃঢ় করতে হবে। যে কাজ এতদিন কেন্দ্র পারল না, তাই করে দেখালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন