Advertisment

ক্যাবিনেট মন্ত্রীর পা ছুঁয়ে চাকরী খোয়ালেন সাব-ইনস্পেক্টর

পুলিশের উর্দিতেই ছিলেন এএসআই। স্যালুট করার পর হঠাৎই পা ছুঁয়ে প্রনাম করেন মন্ত্রীকে। স্বভাবতই ভয়ানক রেগে যান মন্ত্রী ত্রিপত রাজিন্দর সিং বাজওয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
punjab

একটি বৈঠকে পাঞ্জাব ক্যাবিনেট মন্ত্রী ত্রিপত রাজিন্দর সিং বাজওয়া। ছবি: টুইটার

পাঞ্জাবের এক ক্যাবিনেট মন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করে চাকরী খোয়ালেন এক সাব-ইনস্পেক্টর। গতকাল, সোমবার, একটি বৈঠকে সাহায্য়ের জন্য ক্যাবিনেট মন্ত্রী ত্রিপত রাজিন্দর সিং বাজওয়ার পা ছুঁয়ে প্রনাম করতে যান ফতেগর চুরিয়ানে কর্মরত এক এএসআই। এদিন একটি জনসভা চলছিল বাজওয়ার বাড়ির সভাকক্ষে। পুলিশের উর্দিতেই ছিলেন এএসআই। স্যালুট করার পর হঠাৎই পা ছুঁয়ে প্রনাম করেন মন্ত্রীকে। স্বভাবতই ভয়ানক রেগে যান বাজওয়া। অমৃতসর বর্ডার রেঞ্জের আইজি সুরিন্দর পাল সিং পারমারকে ডেকে পাঠিয়ে ওই অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দেন। ঘটনার মিনিট কয়েকের মধ্যেই মোবাইলে একটি মেসেজ পান পালউইন্দর নামে ওই সাব ইনস্পেক্টর এবং তাতেই জানতে পারেন যে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisment

প্রসঙ্গত, মন্ত্রী ত্রিপত রাজিন্দর সিং বাজওয়া তাঁর বাড়ির সভাকক্ষের সামনে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি লাগিয়েছিলেন অনেক আগেই, যেখানে তিনি সাফ জানিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে এসে কেউ যেন তাঁর পা ছুঁয়ে প্রনাম না করে। তাঁর নির্দেশ না মানায় রেগে যান বাজওয়া আর তাতেই রোষের মুখে পড়তে হয় ওই পুলিশ অফিসারকে।

ঘটনার পরিপ্রক্ষিতে বাটালার এসএসপি জানান, অভিযুক্ত এএসআই এদিন উর্দিতে ছিলেন, এই অবস্থায় জনসমক্ষে এমন অনভিপ্রেত আচরণ করা একেবারেই উচিৎ হয়নি তাঁর। মন্ত্রী অবধি পৌঁছনোর আগে পালউইন্দর বাটালার এসএসপি বা নিজের বিভাগের উচ্চপদস্থ কোনও আধিকারিকের কাছেই সমস্যার সমাধান চাইতে পারতেন। এই ধরনের "বিশৃঙ্খলা" মেনে নেওয়া হবে না বলে তিনি জানান।

Advertisment