scorecardresearch

পলাতক অমৃতপাল সিং, দিশাহীন পুলিশ, প্রকাশ্যে সাতটি ‘ভিন্ন চেহারা’

‘খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ প্রচার থেকে প্রাইভেট আর্মি’, ইতিমধ্যেই সামনে এসেছে অমৃতপালের ভয়ঙ্কর কাণ্ডকারখানা

amritpal singh, amritpal singh news, punjab police, amritsar, jalandhar, amritpal singh absconding, khalistani leader, amritpal singh looks
পলাতক অমৃতপাল সিং, দিশাহীন পুলিশ

পাঞ্জাব পুলিশ অমৃতপাল সিংয়ের ‘সাতটি লুক’ শেয়ার করল পাঞ্জাব পুলিশ, সন্দেহ চেহারা পরিবর্তন করেই পুলিশের চোখে ধুলো দিচ্ছে ‘ওয়ারিস পাঞ্জাব দে’-এর প্রধান। গত শুক্রবার থেকেই জারি রয়েছে তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত পুলিশ তাঁর নাগাল পর্যন্ত পায়নি। সামনে এসেছে বেশ কিছু তথ্য ও সিসিটিভি ফুটেজ। তাকে আঁকড়ে ধরেই অমৃতপাল সিংকে গ্রেফতারে মরিয়া মান সরকার।

পুলিশ সন্দেহ করছে অমৃতপাল সিং চেহারা পরিবর্তন করে পুলিশের চোখ ধুলো দিচ্ছে। এর মধ্যেই পাঞ্জাব পুলিশ খালিস্তানি নেতার সাতটি ভিন্ন চেহারা শেয়ার করেছে। যাতে অমৃতপালকে সহজেই শনাক্ত করা সম্ভব হয়।

পুলিশ সন্দেহ করছে যে অমৃতপাল সিং তার চেহারা পরিবর্তন করে থাকতে পারে এবং যে ছবিগুলি পুলিশের তরফে সামনে আনা হয়েছে তার মাধ্যমে অমৃতপালকে সহজেই গ্রেফতার করা সম্ভব হবেও পুলিশের আশা।  

পাঞ্জাব পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে “বিভিন্ন পোশাকে অমৃতপাল সিংয়ের বেশ কয়েকটি ছবি রয়েছে। আমরা এই সমস্ত ছবি প্রকাশ করছি। আমরা সেগুলি জনসমক্ষে আনছি এই আশায় যাতে সাধারণ মানুষও তার সম্পর্কে কোন তথ্য পেলে আমাদের সাহায্য করতে পারে্ন,”।  

এর আগে, পাঞ্জাব পুলিশ অমৃতপাল সিংকে পালাতে সাহায্য করায় চারজনকে গ্রেফতার করে। সূত্রের খবর, গাড়ি বদলানোর পর অমৃতপাল সিং মোটরসাইকেলে চেপে পালিয়ে যান। তিনিও তার জামা, পাগড়ি পরিবর্তন করে কাপড় দিয়ে দাড়ি ঢেকে দেন।

সামনে এল অমৃতপাল সিংয়ের নতুন ভিডিও, পোশাক বদলে গাড়ি থেকে পালিয়ে যেতে দেখা গেল খালিস্তানি এই নেতাকে, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বাইকের ছবিও।

‘খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ প্রচার থেকে প্রাইভেট আর্মি’, ইতিমধ্যেই সামনে এসেছে অমৃতপালের ভয়ঙ্কর কাণ্ডকারখানা। অমৃতপাল সিংকে ধরতে গত শুক্রবার থেকেই তল্লাশি জারি রেখেছে পাঞ্জাব পুলিশ। শনিবার তার মার্সিডিজ গাড়ি ফেলে পালিয়ে যায় অমৃতপাল। পাঞ্জাব পুলিশ তাকে কয়েক কিলোমিটার ধাওয়া করলেও পাঞ্জাব পুলিশের নজর এড়িয়ে উধাও হয়ে যায় এই খালিস্তানি নেতা।

পাঞ্জাবে গত চারদিন ধরে খালিস্তান সমর্থক অমৃতপাল সিং এবং তার সংগঠন ওয়ারিস পাঞ্জাব দে-এর বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে। এদিকে, অমৃতপাল সিং সম্পর্কিত একটি ভিডিও সামনে এসেছে, যাতে তাকে টোল প্লাজা্র কাছেই গাড়ির পিছনের সিটে বসে থাকতে দেখা যায়।

শনিবার (১৮ মার্চ) অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। এরপর পুলিশ তাকে কয়েক কিলোমিটার ধাওয়া করে, যদিও সে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর মার্সিডিজ গাড়ি রেখে পালিয়ে যান অমৃতপাল সিং। এরপর একটি ব্রেজা গাড়ি ও বাইক ব্যবহার করেন। সিসিটিভি ফুটেজের যে ছবি সামনে এসেছে তাতে অমৃতপালকে গোলাপি পাগড়িতে দেখা যাচ্ছে।পুলিশ জানায়, অমৃতপাল সিংকে পালাতে সাহায্য করেছে এমন চারজনকে আটক করা হয়েছে।

পাঞ্জাবের আইজিপি সুখচাইন সিং বলেছেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  জনগণের সহযোগিতা পাওয়া যাচ্ছে। অমৃতপালের ব্রেজা গাড়িটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এর আগে মুখ্যমন্ত্রী মান বলেছিলেন, এই ঘটনায় কাউকে রেহাই দেওয়া হবে না।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Punjab police shares 7 looks of amritpal singh suspects he might have changed appearance