Punjab Congress: ২০২২-এর ভোটের আগ পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকবেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। বিদ্রোহী কংগ্রেস বিধায়কের কাছে অবস্থান স্পষ্ট করে দিল হাইকমান্ড। বুধবার ক্যাপ্টেনের প্রতি অনাস্থা এনে দেহরাদুনে হাইকমান্ডের তরফে পাঞ্জাবের পর্যবেক্ষক হরিশ রাওয়াতের সঙ্গে দেখা করেন ৭ সদস্যের এক প্রতিনিধি দল। সেই দলে ছিলেন ৪ জন মন্ত্রী এবং তিন জন বিধায়ক। মুখ্যমন্ত্রীর পদ থেকে অমরিন্দর সিংয়ের অপসারণ খারিজ করে ক্যাপ্টেনের পাশেই দাঁড়ান রাওয়াত। আর তাঁর এই অবস্থান হাইকমান্ডের নির্দেশেই। এমনটাই কংগ্রেস সূত্রে খবর।
এদিন প্রায় ১২.৩০-৩.৩০ পর্যন্ত রাওয়াতের বাসভবনে বৈঠক করেন অমরিন্দর বিরোধী শিবির। তাঁদের হরিশ রাওয়াত স্পষ্ট করে দিয়েছেন, আগামি দিনে প্রয়োজন কিংবা সমস্যায় পড়লে কংগ্রেস বিধায়ক-সাংসদরা তাঁর কাছে আসতেই পারেন। কিন্তু ২০২২-এর পাঞ্জাব ভোট ক্যাপ্টেনের নেতৃত্বে লড়বে প্রদেশ কংগ্রেস।‘ এদিকে, বিধানসভা ভোটের আগে পঞ্জাব কংগ্রেসে কোন্দল তুঙ্গে৷ কংগ্রেস-শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর আস্থা হারিয়েছেন দলেরই ৩১ বিধায়ক৷ সরাসরি কংগ্রেস হাইকম্যান্ডের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে অমরিন্দর সিংকে সরানোর দাবি তুলেছেন বিদ্রোহী ওই বিধায়করা৷ আগামী বছরেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন৷ তার আগে দলের এই কোন্দলে বেশ অস্বস্তিতে কংগ্রেসের শীর্ষ নেতারা৷
সময়টা ভালো যাচ্ছে না ক্যাপ্টেনের৷ এমনিতেই দলের রাজ্য সভাপতি নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে তাঁর সম্পর্ক মোটেই ভালো নয়৷ সিধু পঞ্জাব কংগ্রেসের প্রধান হওয়ার ব্যাপারেও অমরিন্দরের সায় ছিল না বলেই মত রাজনৈতিক মহলের৷ যদিও কংগ্রেস হাইকম্যান্ডের কাছেন নেতা হওয়ায় সিধুকেই পঞ্জাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে৷ আগামী বছরে পঞ্জাবে বিধানসভা নির্বাচন৷ তার আগে দলের সাংগঠনিক শক্তি আরও বেশি মজবুত করতে কোমর বেঁধে মাঠে নেমেছে সব দল৷ তবে অস্বস্তি বাড়ছে হাত-শিবিরেই৷
মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং নাকি নিজের মতো কাজ করেন৷ অধিকাংশ বিধায়কের সঙ্গেই নাকি তাঁর মতের মিল নেই৷ এমনই দাবি অমরিন্দর-বিরোধী নেতাদের৷ মঙ্গলবার পঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা তৃপ্ত রাজিন্দর সিং বাজওয়ার বাড়িতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের বিদ্রোহী বিধায়করা৷ সেই বৈঠকেই ৩১ কংগ্রেস বিধায়ক মুখ্যমন্ত্রীকে সরানোর দাবি তোলেন৷ ইতিমধ্যেই রাজ্যের পাঁচ মন্ত্রী ও পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পরগত সিং দিল্লি রওনা দিয়েছেন৷ অমরিনদর সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবিতে দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন তাঁরা৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন