ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর তারিফ করে যেন কূলই পাচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাউকে ভয় না-করে ভারতের স্বার্থরক্ষায় মোদীর প্রয়াস নিয়ে পুতিন রীতিমতো উচ্ছ্বসিত। রুশ প্রেসিডেন্টের দাবি, মোদীই হলেন ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক দৃঢ় সম্পর্কের সবচেয়ে বড় 'গ্যারান্টার'। এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। 'রাশিয়া কলিং' নামে ওই অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট বলেন, 'আমি কল্পনা করতে পারি না, মোদিকে ভয় দেখানো যেতে পারে। অথবা, ভারতের স্বার্থের পরিপন্থী কোনও পদক্ষেপ, সিদ্ধান্ত নিতে তাঁকে বাধ্য করা যেতে পারে।'
রুশ প্রেসিডেন্ট বলেন, 'সব ক্ষেত্রেই রাশিয়া আর ভারতের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠছে।' পুতিন, গত শুক্রবার ফের রুশ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানা, শত্রুভাবাপন্ন দেশগুলো মোদীর ওপর চাপ বাড়াতে পারে। তবে, এই ব্যাপারে এখনও তিনি এবং মোদী কখনও আলোচনা করেননি বলেই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের এই সব মন্তব্য প্রকাশ্যে এনেছে, রাশিয়ার সংবাদ সংস্থা তাস।
রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, 'আমি শুধু বাইরে থেকে কী ঘটছে তা দেখছি। সোজাসুজি বলতে গেলে, কখনও সখনও আমি ভারতীয় রাষ্ট্রের স্বার্থরক্ষায় তাঁর (মোদীর) কঠোর অবস্থানে রীতিমতো বিস্মিত হয়েছি।' রুশ প্রেসিডেন্ট এমন একটা সময়ে এই সব মন্তব্য করেছেন, যখন খালিস্তানি জঙ্গিনেতা পান্নুর কারণে ভারত এবং আমেরিকার সম্পর্কে সামান্য হলেও টানাপোড়েন চলছে।
আরও পড়ুন- সোমবার ৩৭০ প্রত্যাহার মামলার রায়, কী যুক্তি দিয়েছে আবেদনকারী আর সরকার?
শুধু তাই নয়, অন্য এক খালিস্তানি জঙ্গিনেতার হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে ভারতের। পাশাপাশি, ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারত আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে।
তবে, পুতিন এই সব বললেও, তিনি নিজে বর্তমানে বেশ চাপেই আছেন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট নানা মন্তব্য করেছেন। শুধু তাই নয়, ভারতকে বিক্রি করা অপরিশোধিত খনিজ তেলের দাম কোন মুদ্রায় নেওয়া হবে, তা নিয়েও ভারতের সঙ্গে রাশিয়ার টানাপোড়েন চলছে। তার মধ্যেই মোদীবন্দনা শোনা গেল রুশ প্রেসিডেন্টের মুখে।