Advertisment

Vladimir putin: নির্বাচনে রেকর্ড জয়ের পর গর্জে উঠলেন পুতিন, দিলেন তৃতীয় বিশ্বযুদ্ধের চরম হুঁশিয়ারি

সোমবার ফলাফল ঘোষণার পর পুতিন তার প্রথম ভাষণে পশ্চিমী দেশগুলিকে কার্যত একহাত নিয়ে চরম হুঁশিয়ারি দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
putin, russia elections, world war 3

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সোমবার, 18 মার্চ, 2024 এর প্রথম দিকে মস্কোতে রাষ্ট্রপতি নির্বাচনের পরে তার প্রচারাভিযানের সদর দপ্তরে একটি সফরে বক্তৃতা করছেন। (এপি)

রাশিয়া ও ন্যাটোর মধ্যে সংঘর্ষ হলে…..! তৃতীয় বিশ্বযুদ্ধ-এর হুঙ্কার। নির্বাচনে রেকর্ড জয়ের পর গর্জে উঠলেন পুতিন।

Advertisment

রাশিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন বিরাট জয় পেয়েছেন। পুতিন পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হতে চলেছেন। সোমবার ফলাফল ঘোষণার পর পুতিন তার প্রথম ভাষণে পশ্চিমী দেশগুলিকে কার্যত একহাত নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, 'যদি রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে সংঘর্ষ হয় তবে এটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ-এর সমান। যা তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে একধাপ দূরে থাকবে'।

গত মাসে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ভবিষ্যতে ইউক্রেনে তাদের সেনা অবতরণের সম্ভাবনাকে উড়িয়ে দেননি। এ বিষয়ে পুতিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আজকের আধুনিক যুগে যে কোন কিছুই সম্ভব। কিন্তু যদি এমন কিছু হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নয়।' পুতিন আরও বলেন, 'প্রসঙ্গক্রমে, ইউক্রেনে এখনও ন্যাটো সেনা রয়েছে। রাশিয়া জানতে পেরেছে, যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ ও ফরাসি সৈন্যরাও উপস্থিত রয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেন আক্রমণ করেছিলেন। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পুতিন বলেছিলেন যে ফ্রান্স আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারণ সবকিছু এখনও শেষ হয়নি। পুতিন বলেন, 'আমি আগেও বলেছি, এবং এখন বলছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত'। তারা যদি সত্যিই শান্তি চায় তাহলে প্রতিবেশী দেশগুলির মতো তাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে।

Vladimir Putin
Advertisment