Advertisment

P V Narasimha Rao: 'উপেক্ষা করেছিল কংগ্রেস', মোদীকে কৃতজ্ঞতা জানালেন 'ভারতরত্ন' নরসিমা কন্যা

Bharat Ratna: বিস্ফোরক রাও'য়ের পরিবার।

author-image
IE Bangla Web Desk
New Update
pv narasimha rao bharat ratna delayed ignored daughter Surabhi Vani Devi , ভারতরত্ন পি ভি নরসিমা রাও দেরিতে মেয়ে সুরভী বাণীদেবী

প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওকে 'ভারতরত্ন' সম্মান দেওয়া হচ্ছে।

Bharat Ratna P V Narasimha Rao: দেশের সর্বোচ্চ সম্মান 'ভারতরত্ন' পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও। এই স্বীকৃতির পরই মুখ খুলেছেন নরসিমা কন্যা সুরভী বাণী দেবী। তুলোধনা করেছেন কংগ্রেসকে। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মোদীর কাছে।

Advertisment

বাবার স্বীকৃতি পাওয়ার পরই শুক্রবার নরসিমা কন্যা সুরভী দেবী বলেন, 'এটি পরিবারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আমরা সবাই খুব খুশি। অবশেষে বাবা তাঁর প্রাপ্য স্বীকৃতি পেয়েছেন। অর্থনৈতিক সংস্কার এবং তিনি এই দেশের জন্য যে মহান পরিষেবাগুলি দিয়েছেন তার জন্য তাঁকে স্মরণ করা হয় এবং কৃতিত্ব দেওয়া হয় এবং তিনি ভারতরত্ন - সর্বোচ্চ সম্মানের যোগ্য।' তবে তেলেঙ্গানা বিধান পরিষদের ভারত রাষ্ট্র সমিতির এমএলএ-র দাবি নরসিমা রাওয়ারে স্বীকৃতি 'সময়ের নিরিখে অনেকটাই দেরিতে' মিলেছে।

নরসিমা কন্যা সুরভী দেবীর কথায়, 'বেশ কিছুয়া দেরি হলেও নরসিমা রাওকে স্বীকৃতি দেওয়াকে আমরা স্বাগত জানাই। ভারতের অগ্রগতিতে দেশবাসী বাবাক অবদানের কথা আজও বলে, কিন্তু আমরা মনে করি যে তাকে উপেক্ষা করা হয়েছে। আমার বাবা পি ভি নরসিমা রাও কত মহান ব্যক্তি ছিলেন তা স্বীকার করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। মোদীজি বুঝতে পেরেছেন যে, ভারত এখন যে অগ্রগতি এবং অর্থনৈতিক সংস্কারের পথে রয়েছে তার দিশা দেখিয়েছিলেন পি ভি নরসিমা রাও।'

এদিন বাবার প্রপরতি উপেক্ষার জন্য নাম না করে কংগ্রেসকে তুলোধনা করেছেন নরসিমা কন্যা সুরভী। তাঁর দাবি, কংগ্রেসের আচরণে পরিবারের সকলে আঘাত পেয়েছিলেন।

বিজেপি নেতা তথা নরসিমা রাও-এর নাতি এন ভি সুভাষ বলেছেন, 'এটি আমার এবং পি ভি নরসিমা রাও-এর পরিবারের জন্য একটি আবেগময় মুহূর্ত। কংগ্রেস পার্টি কেবল তাঁকে উপেক্ষাই করেনি, গান্ধী পরিবার তাঁকে কংগ্রেস দলের সমস্ত ব্যর্থতার জন্য বলির পাঁঠা বানিয়েছে। তাঁকে যে কোনও পুরস্কার দেওয়া তো দূর, তাঁকে অপমান করা হয়েছে এবং প্রান্তিক করে দেওয়া হয়েছে। কংগ্রেস তাঁর কাছ থেকে যে সমস্ত সুবিধা পেয়েছিল তা গান্ধীদের জন্য বলা হয়েছে, আর সমস্ত ব্যর্থতার দায় নরসিমা রাওয়ের কাঁধে চাপানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ, তিনি অন্তত এই দেশের জন্য নরসিমা রাওয়ের অবদানের তাৎপর্য বোঝেন।'

publive-image
'ভারতরত্ন' পি ভি নরসিমা রাও, স্বীকৃতি্র উদযাপন চলছে প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রাম লাকনেপল্লি-তে।

ওয়ারঙ্গল জেলার নরসাম্পেতের লাকনেপল্লী গ্রামে, যেখানে রাও জন্মগ্রহণ করেছিলেন, ভারতরত্ন ঘোষণার খবর আসার সঙ্গে সঙ্গেগ্রামবাসীরা আতশবাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ করে। এই গ্রামের ছেলেকে দেওয়া সম্মান, তাদের সকলের জন্য গর্বের মুহূর্ত বলে দাবি করা হয়। রাও লাকনেপল্লী গ্রামে ১৯২১ সালের ২৮ জুন জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাঁর পরিবার পরে করিমনগরে চলে আসে।

২০২০ সালের জুনে, রাজ্যের তৎকালীন বিআরএস সরকার নরসিমা রাওয়ের একটি বছরব্যাপী শতবর্ষ উদযাপন কর্মসূচি ঘোষণা করেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ২০০৪ সালে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলেন। ২০১৯ সালের জুনে, হায়দ্রাবাদের নেকলেস রোডের পিভি জ্ঞান ভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি ২৬ ফুট লম্বা মূর্তি উন্মোচন করা হয়েছিল।

bjp CONGRESS Bharat Ratna 2024 P V Narasimha Rao
Advertisment