কাতারে বিরাট স্বস্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভারত সরকারের আপিলের ভিত্তিতে আটজনের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে তারা বিষয়টি নিয়ে কাতারের আদালতে ইতিমধ্যেই আবেদন করেছে। শুনানি চলাকালীন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের সাজা রদ করে।
বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, "বিস্তারিত সিদ্ধান্তের একটি প্রতিলিপি পাওয়ার জন্য মন্ত্রক অপেক্ষা করছে।" আইনি পদক্ষেপের বিষয়ে আট ভারতীয়ের পরিবারের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে। শুনানির সময় রাষ্ট্রদূত ও কর্মকর্তারা আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- ভালবাসায় বিশ্বাস হারিয়েও অঞ্জু-সীমার জীবনে ‘দ্বিতীয় পুরুষ’, এভাবেও প্রেমে পড়া যায়?
মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, আমরা শুরু থেকেই আটজন নৌসেনা আধিকারিকের পরিবারের পাশে দাঁড়িয়েছি। বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা এ নিয়ে বেশি মন্তব্য সমিচীন নয়। আমরা ক্রমাগত কাতার প্রশাসনের কাছে বিষয়টি উত্থাপন করে আসছি এবং তা অব্যাহত রাখব।
গত অক্টোবর মাসে, কাতারের একটি আদালত আট প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। কাতার প্রশাসন জানিয়েছে যে এই প্রাক্তন ভারতীয় নৌসেনারা গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হন। কাতারের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে ভারত। কাতার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। আগের সিদ্ধান্তের বিরুদ্ধে কাতারের আদালতে আপিল করা হয়। এরপরই কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের সাজা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় কাতারের আদালত।