Advertisment

Ex-Navy Officers: বিশ্বকে 'জাত' চেনাল ভারত, ৮ নেভি অফিসারকে ছাড়তে বাধ্য হল কাতার

সাত জন ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। মুক্তির বিষয়ে কী জানিয়েছেন?

author-image
IE Bangla Web Desk
New Update
In major diplomatic triumph, Qatar frees Navy veterans jailed on espionage charges

কাতারে মোদী সরকারের বিরাট কূটনৈতিক জয়। কাতারের মৃত্যুদণ্ডে দণ্ডিত ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন আধিকারিককে মুক্তি দেওয়া হয়েছে।

কাতারে মোদী সরকারের বিরাট কূটনৈতিক জয়। কাতারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন আধিকারিককে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে ভারতের হস্তক্ষেপে মৃত্যুদণ্ড রদ করে কাতারের একটি আদালত। গোটা দেশ নৌবাহিনীর আধিকারিকদের মুক্তি ও নিরাপদে প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনেছে। পরিবারের সদস্যরাও এই বিষয়ে বিদেশমন্ত্রকের কাছে অনুরোধ করে। বিদেশ মন্ত্রকের তরফে আশ্বাস দেওয়া হয় মৃত্যুদণ্ড প্রাপ্ত আট নৌসেনা কর্মীর মুক্তির বিষয়ে সকল প্রকার কূটনৈতিক সহায়তা প্রদান করা হবে পাশাপাশি তাদের সকল প্রকারের আইনি সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হয় মোদী সরকারের তরফে। অবশেষে মুক্তি। কাতার থেকে দেশে ফিরল ৭ জন।

Advertisment

বিদেশ মন্ত্রক সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে আট প্রাক্তন নৌ অফিসারের মধ্যে সাতজন ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। পাশাপাশি এই কর্মকর্তাদের মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে "ভারত সরকার কাতারে আটক দাহরা গ্লোবাল কোম্পানিতে কর্মরত আট ভারতীয় নাগরিকের মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানায়," ।

৭ জন ভারতে ফিরেছেন
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আটজনের মধ্যে সাতজন ভারতে ফিরেছেন। ২০২২ সালের অক্টোবর থেকে আট ভারতীয় নাগরিক কাতারের জেলে বন্দী ছিলেন। কাতার তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে। এই আটজনই ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী, যাদেরকে কাতারের আদালত মৃত্যুদণ্ড দেয়। মুক্তি পাওয়া আট প্রাক্তন নৌসেনা কর্তা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকার পাকালা, নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা।

বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এর আগে মৃত্যুদন্ড প্রাপ্ত আট নৌসেনা আধিকারিকের শাস্তি রদ করা হয়। তাদের যাবজ্জীবন কারাগারের নির্দেশ দেয় কাতারের এক আদালত। আইনি লড়াই জারি রাখে ভারত। এরপরই আজ সকালে বিদেশ মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে কাতারে বন্দী আট নৌসেনা আধিকারিককে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজন ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন।

কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি এখনও দেশে ফিরে আসেননি। তিনিও শীঘ্রই ভারতে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলার সময়, মুক্তি প্রাপ্ত এক নৌসেনা আধিকারিক বলেন, "আমরা খুশি যে আমরা নিরাপদে ভারতে ফিরে এসেছি। আমরা প্রধানমন্ত্রী মোদীকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই কারণ তাঁর ব্যক্তিগত হস্তক্ষেপ এটি সম্ভব হয়েছে"। দিল্লিতে ফিরে অপর এক মুক্তিপ্রাপ্ত বলেছেন, "প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ ছাড়া এটা সম্ভব ছিল না। উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ না হলে দেশে ফিরতে পারতাম না। ভারত সরকারের নিরলস প্রচেষ্টা অসম্ভবকে সম্ভব করেছে।"

Indian Navy Quarter
Advertisment