এবারের কুচকাওয়াজে নারীশক্তি সর্বোত্তম অংশগ্রহণ চমকে দিতে বাধ্য। ভারতীয় সেনাবাহিনীতে নারীশক্তির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সরকার বলেছে যে ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ এখন পর্যন্ত মহিলাদের সর্বোত্তম অংশগ্রহণের সাক্ষী থাকতে চলেছে। কর্তব্য পথে কুচকাওয়াজের জমকালো অনুষ্ঠানের আগে চলছে মহড়া পর্ব।
২০২৪ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির কর্তব্যপথে আয়োজিত প্যারেডে ভারতীয় সেনাবাহিনীর দুর্দান্ত কুচকাওয়াজে নারীশক্তির ভূমিকা তাক লাগাতে বাধ্য করবে। প্রতিরক্ষা সচিব গিরধর আরমান জানিয়েছেন, এবারের কুচকাওয়াজ হবে সবচেয়ে বেশি নারীকেন্দ্রিক কুচকাওয়াজ। কুচকাওয়াজ চলাকালীন, বিশ্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, একতা এবং অগ্রগতির একটি দুর্দান্ত নির্দশন দেখতে পাবে।
এই বছর, প্রজাতন্ত্র দিবস উদযাপনের থিম হবে 'উন্নত ভারত' এবং 'ভারত - গণতন্ত্রের জননী' (ভারত - লোকতন্ত্র কি মাতৃকা)। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে প্রথমবারের মতো ১০০ জন মহিলা শিল্পীর উপস্থাপনার মধ্য দিয়ে কুচকাওয়াজ শুরু হবে। প্রতিরক্ষা সচিব বলেন, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) মহিলা জওয়ানরাও কুচকাওয়াজে অংশ নেবেন। প্রতিরক্ষা সচিব গিরধর আরমানে জানিয়েছেন, ফ্রান্সের একটি দলও অংশ নেবে। তিনি জানান, এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি থাকবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
প্রতিরক্ষা মন্ত্রকের মতে, এই বছরের কুচকাওয়াজে ভারতীয় বায়ুসেনার বিমান, একটি মাল্টি-রোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট (এমআরটিটি) বিমান এবং ফরাসি বিমান বাহিনীর দুটি রাফেল বিমান ফ্লাই-পাস্টে অংশ নেবে। কেন্দ্রীয় সরকার প্রায় ১৩হাজার বিশেষ অতিথিকে প্রজাতন্ত্র দিবস প্যারেডে আমন্ত্রণ জানিয়েছে।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষা সচিব বলেন, এবারের প্রজাতন্ত্র দিবস ইভেন্টে প্রায় ১৩০০ মহিলা পারফর্ম করবেন, তিনি বলেন, আগামী বছর এই সংখ্যাটি ২০,০০০-এ নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। ফ্লাইপাস্টে ২৯ টি যুদ্ধবিমান এবং আইএএফের আটটি পরিবহন বিমান, ১৩টি হেলিকপ্টার এবং একটি হেরিটেজ বিমান সহ মোট ৫১ টি বিমান অংশ নেবে।