কংগ্রেস বৃহস্পতিবারই মোদীর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিল রাফালে চুক্তি নিয়ে। তাদের অভিযোগ রাফালে যুদ্ধবিমানের দাম ৫২ কোটি ইউরো থেকে ৮২ কোটি ইউরোতে নিয়ে যাওয়ার জন্য দায়ী দেশের প্রধানমন্ত্রীই। একই সুরেই কথা বলছে সিপিআই(এম) ও। রাফালে কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের দাবি করল সিপিআই(এম)।
এক দিন আগেই কংগ্রেস বলেছে মন্ত্রীসভার এক মন্ত্রীর আপত্তি থাকা সত্তেও তা নাকচ করেই ন্যূনতম দাম ঠিক করেছেন নরেন্দ্র মোদী একাই।
কংগ্রেসের জনসংযোগ বিভাগের প্রধান রণদীপ সূর্যেওয়ালা দাবি করেছেন রাফালের দাম নির্ধারন করা নিয়ে বড় রকমের মতান্তর ছিল। বিষয়টি তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারের আওতায় ছিল। সূর্যেওয়ালা জানিয়েছেন, "প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনীর প্রধানরা কেউই দাম বাড়ানোয় মত দেননি। একমাত্র মোদী এই প্রস্তাব গ্রহণ করেছিলেন। ব্যাঙ্ক এবং ফরাসি সরকারের চিঠি পর্যন্ত গ্রহণ করার পক্ষে ছিলেন না প্রতিরক্ষামন্ত্রী। নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রকের নিয়মের বাইরে গিয়ে জনস্বার্থের কথা না ভেবে চড়া দামে রাফালে চুক্তি সাক্ষরিত করার দিকে এগিয়ে গিয়েছিলেন"।
আরও পড়ুন, আমরা নিজেরাই আম্বানিকে বেছেছিলাম: রাফালে প্রসঙ্গে ফরাসি সংস্থার সিইও
সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সম্প্রতি রাফালে চুক্তি সাক্ষরিত হওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন কোনও আইনি নথির ব্যবহার ছাড়া কেবল এক আশ্বাসমূলক চিঠির ভিত্তিতে সরকার কী ভাবে এরকম গুরুত্বপূর্ণ চুক্তিতে রাজি হয়?
তিনি আরও বলেছেন, "২০১৮ সালের মার্চে কেন্দ্র থেকে জানানো হয়েছে মূল ফাইটার জেটের খরচ বিমান প্রতি ৬৭০ কোটি টাকা। কিন্তু ২০১৬ সালের সেপ্টেম্বরে কেন্দ্র বলেছিল ৩৬টি বিমানের পেছনে সব মিলিয়ে খরচ হয়েছে ৬০ হাজার কোটি টাকা। সব মিলিয়ে বিমান প্রতি খরচ দেখানো হয়েছিল ১৬০০ কোটি টাকা", হিসেবে গোঁজামিল দেওয়া হয়েছে, এই যুক্তি দিয়ে রাফালে চুক্তিতে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি জানিয়েছেন ইয়েচুরি।
Read the full story in English