রাফালে চুক্তি নিয়ে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মার সঙ্গে দেখা করে আইনজীবী প্রশান্ত ভূষণ এবং কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরী অভিযোগপত্র জমা দিলেন।
তাঁরা দুদিনে অলোক ভার্মার সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে কথা বলেন, এবং ১৩২ পৃষ্ঠার এক অভিযোগপত্র জমা দেন। তাঁদের দাবি, এটি দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ করার মত বিষয়।
আরও পড়ুন, প্রতিরোধ নয়, বরং আক্রমণাত্মক হোন, রাফালে বিতর্কে কর্মীদের বার্তা বিজেপি-র
প্রশান্ত ভূষণ এবং অরুণ শৌরীর বক্তব্য, অলোক ভার্মার সঙ্গে বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে।
অভিযোগপত্রে প্রশান্ত ভূষণ বলেছেন, রিলায়েন্সের অনিল আম্বানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার ফলেই ঋণগ্রস্ত আম্বানি রাফালে প্রস্তুতকারক সংস্থা ডসাল্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, মোদী রাফালে চুক্তি নিয়ে ঘোষণার দু দিন আগে পর্যন্তও বিদেশ সচিবের কাছে বিষয়টি অজ্ঞাত ছিল।
ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদের সাম্প্রতিক সাক্ষাৎকারের কথাও। ওই সাক্ষাৎকারে ওলাঁদে বলেছিলেন, অফসেট পার্টনার হিসেবে ভারত সরকার রিলায়েন্সের নাম প্রস্তাব করায় ফরাসি সরকারের পক্ষে এ নিয়ে কিছু বলার ছিল না।
অভিযোগপত্রে একইসঙ্গে বলা হয়েছে, নয়া চুক্তি যথাযথ নিয়ম মেনে হয়নি, এবং নতুন করে হওয়া চুক্তিতে দাম অত্যন্ত বেশি রাখা হয়েছিল, যাতে আম্বানি যথাসম্ভব বেশি লাভ করতে পারেন।
ফ্রাঁসোয়া ওলাঁদ, যিনি ভারতের সঙ্গে ৩৬ টি রাফালে বিমান কেনাবেচা সংক্রান্ত চুক্তি সই করার সময় ফ্রান্সের রাষ্ট্রপতি ছিলেন, বলেছেন ফরাসি সরকারের এই বিষয়ে কোনো অভিমত ছিল না।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওলাঁদ আরও বলেন, তাঁর কোনও ধারণা ছিল না যে রিলায়েন্স এন্টারটেনমেন্ট যৌথভাবে ফরাসি ছবি Tout La-Haut-এর প্রযোজনা করে অভিনেত্রী জুলি গায়েতের সঙ্গে, যিনি ওলাঁদের সঙ্গিনী। এবং ছবিটি তৈরি হয় তখন, যখন রাফালে নিয়ে ভারত-ফ্রান্স আলোচনা চলছে।